|

জেলা পরিষদ নির্বাচনে ত্রিশালের দুই প্রার্থী বিজয়ী

প্রকাশিতঃ ৫:৫৪ অপরাহ্ন | অক্টোবর ১৭, ২০২২

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ত্রিশালের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন সাধারণ সদস্য প্রার্থী মো. আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সালমা বেগম।

ত্রিশাল উপজেলায় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে মোট তিনজন। তাদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল হাতি প্রতীকে ৭৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম সজিব তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ ভোট। অপর প্রার্থী মোহা. মেজবাহ উদ্দিন উজ্জ্বল টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ ভোট।

অন্যদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে ত্রিশাল, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ এই তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করে মোট চারজন। তাদের মধ্যে সালমা বেগম দোয়াত কলম প্রতীকে ২২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আঞ্জুমান আরা হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন মোট ১০৭ ভোট। অপর দুই প্রার্থী নাজমা খাতুন ফুটবল প্রতীক নিয়ে ও শিরিনা খাতুন মাইক প্রতীক নিয়ে পেয়েছেন সমান ৮৯ ভোট করে।

উল্লেখ্য, ত্রিশাল উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ত্রিশালে মোট ভোটার সংখ্যা ১৭৪ জন। তন্মধ্যে ১৭২ জন ভোট দিয়েছেন।

দেখা হয়েছে: 121
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪