|

জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন মাদারীপুর

প্রকাশিতঃ ৩:২৯ অপরাহ্ন | সেপ্টেম্বর ১১, ২০১৮

জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন মাদারীপুর

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ

মাদারীপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জিতলো মাদারীপুর। টুর্নামেন্টে’র ফাইনাল খেলায় বরিশাল জেলা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাদারীপুর জেলা দল। সোমবার বিকেলে জেলার আচমত আলী খান স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুর্নামেন্টে’র ফাইনাল খেলায় অংশ নেন শক্তি শালী মাদারীপুর জেলা দল ও দূধর্ষ বরিশাল জেলা দল। ফাইনাল শুরু হওয়ার আগ মুহর্তে মনমুগ্ধকর ডিসপ্লে করেন কালকিনি উপজেলার সরকারী শেখ হাসিনা একাডেমী এ্যান্ড ইউমেন্স কলেজের শিক্ষার্থীরা।

এ খেলায় হাজার হাজার দর্শক খেলা দেখে আনন্দ-উল্লাসে মেতে উঠেন। খেলায় উভয় দলে দেশী খেলোয়ারের পাশাপাশি বিদেশী খেলোয়াররাও অংশ নেন। ফাইনালে সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছে বিজয়ী দলের রানা।

জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন মাদারীপুর

গত ২ সেপ্টেম্বর এ খেলার উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এতে ও এ দুই গ্রুপে ৮টি দল অংশগ্রহন করে। স্বাধীনতা সৈনিক গ্রুপে মাদারীপুর, বরগুনা, নারায়নগঞ্জ ও রাজবাড়ি জেলা, ভাষা সৈনিক গ্রুপে গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও ঢাকার নবাবপুর ক্রিড়া চক্র অংশগ্রহণ করে।

মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার একে এম আলী আজম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন খান, জেলার সিভিল সার্জন ডাঃ ফরিদ হোসেন মিঞা, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাধ পাঠক, নৌ-পরিবহন মন্ত্রীর (স্থায়ী প্রতিনিধি) ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাডঃ ওবায়দুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) মোঃ আজাহার উদ্দিন, সাবেক মেয়র নুরেআলম বাবু চৌধুরী, পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক গোলাম কবির, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক ত্রিনাথ দাস, যুগ্ন সাধারন সম্পাদক জামিল হোসেন মনির, সদস্য শহিদুজ্জামান সুরুজ, ফিরুজ, নান্নু মুন্সি, নাজিম উদ্দিন বাবু প্রমুখ।

দেখা হয়েছে: 614
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪