|

ঝিনাইদহে শরৎকালে চলছে কুয়াশায় শীতের আগমনী বার্তা

প্রকাশিতঃ ৮:৪৯ অপরাহ্ন | অক্টোবর ০৯, ২০১৮

ঝিনাইদহে শরৎকালে চলছে কুয়াশায় শীতের আগমনী বার্তা

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ
ঋতু পরিক্রমায় এখন চলছে শরৎকাল। ভোরের সকালটা ঝকঝকে থাকার কথা। অথচ ঝিনাইদহের সকালে হঠাৎ করেই দেখা দেয় কুয়াশা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হঠাৎ করেই কুশায়াচ্ছন্ন হয়ে পড়েছে শহর-গ্রাম।

মঙ্গলবার (০৯ অক্টোবর) ভোর রাত থেকে শুরু হয়ে সকাল সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশা ছিল। অনেকে কুয়াশাকে শীতের আগমনী বার্তা বলে মনে করছেন। অসময়ে ঘন কুয়াশার কারণে ধান, সবজিসহ ফসলের ক্ষতি হবে বলে জানিয়েছে কৃষকেরা।

সদর উপজেলার চুটলিয়া গ্রামের কৃষক নজির উদ্দিন বলেন, হঠাৎ করে এমন কুয়াশা ধানের জন্য ক্ষতিকারক। কুয়াশার কারণে ধানের বাইল বেরুলে তা নষ্ট হয়ে যাবে। এদিকে সুর্যের মুখ দেখা না যাওয়ায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

দেখা হয়েছে: 586
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪