|

টঙ্গীবাড়ীতে কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করায় তিন প্রবাসীর দণ্ড

প্রকাশিতঃ ৩:৫৩ অপরাহ্ন | মার্চ ২০, ২০২০

টঙ্গীবাড়ীতে কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করায় তিন প্রবাসীর দণ্ড

সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ টঙ্গীবাড়ীতে কোয়ারেন্টিনের নির্দেশ অমান্য করায় তিন প্রবাসীকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার এ দণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পাইকপাড়া গ্রামের সিদ্দিক মাদবরের ছেলে ফ্রান্স ফেরত প্রবাসী সহিদুল ইসলাম (৪২) কে দশ হাজার টাকা, উত্তর পাইকপাড়া গ্রামের তহিদ খানের মেয়ে ইরাক ফেরত প্রবাসী মিনু আক্তার (৩২) কে পাঁচ হাজার টাকা ও চাঙ্গুরী গ্রামের আলিম উদ্দিন হালদারের ছেলে সৌদি আরব ফেরত প্রাবাসী তরিকুল ইসলাম (৪৪) পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাসলিমা ইসলাম জানান, এ উপজেলায় ৫৪জন কোয়ারেন্টিনে ছিলো, ৬জন কোয়ারেন্টিন শেষে স্বাভাবিক জীবন যাপন করছে,সর্বশেষ বৃহঃবার সকাল ৯টা পর্যন্ত উপজেলায় ৪৮জন কোয়ারেন্টিনে রয়েছে।

দেখা হয়েছে: 352
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪