|

মিঠাপুকুরে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৩

প্রকাশিতঃ ১১:২০ অপরাহ্ন | জুন ৩০, ২০২০

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিকসহ গ্রেফতার ৩

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের মিঠাপুকুরে ভূয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক সালমান মাহমুদ রুবেল ও তার সহযোগিকে গত সোমবার গ্রেফতার করে পুলিশে দিয়েছে এলাকাবাসি। মঙ্গলবার তাদেরকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, কাফ্রিখাল ইউনিয়নের মোকরমপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে সালমান মাহমুদ রুবেল (এসএম রুবেল) নিজেকে টিভি চ্যানেলসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকজন সহযোগিকে সাথে নিয়ে উপজেলার বিভিন্নস্থানে সাধারন মানুষকে নানা ভয়-ভীতি দেখিয়ে প্রতারণা করে আসছেন।

সোমবার রাতে কথিত ওই সাংবাদিক দুটি মোটরসাইকেলযোগে তার ৩ সহযোগিসহ পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের নিকটে রিপন মিয়ার বাড়িতে যান।

এসময় তারা রিপনকে বলেন, আমরা গোয়েন্দা পুলিশ ও সাংবাদিক। তুমি ইন্টারনেটে মেয়েদের নগ্ন ছবি আপলোড করে অবৈধভাবে টাকা ইনকাম করো। তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।’ তারা অবৈধভাবে সুবিধা আদায়ের চেষ্টা করেন। এসময় রিপন গোয়েন্দা ও সাংবাদিককে চ্যালেঞ্জ করলে তারা পালোনোর চেষ্টা করে। আশপাশের লোকজনের সহায়তায় ওই ৪ জনকে আটক করেন স্থানীয়রা।

তারা হলেন- কথিত সাংবাদিক সালমান মাহমুদ রুবেল (এসএম রুবেল), ভূয়া গোয়েন্দা পুলিশ আতোয়ার রহমান, বাবু ও মিঠু। এর মধ্যে আতোয়ার রহমান পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কথিত সাংবাদিক ও অন্য ২ ভূয়া গোয়েন্দা পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে রিপন মিয়া মামলা দায়ের করেন।

উপজেলা মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান আজহার আলী নওশাদ বলেন, রুবেল সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নস্থানে সাধারন মানুষের সাথে প্রতারনা করে আসছেন। ভয়-ভীতি দেখিয়ে টাকা আদায় করে থাকেন। তার অত্যাচারে জনসাধারন অতিষ্ঠ।’

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃতরা ঘটনাস্থলে গিয়ে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়েছিল। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে প্রতারকদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ তাদের সহযোগি অন্য পলাতক একজনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

দেখা হয়েছে: 409
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪