|

ডিমলায় র‌্যাব-১৩ এর অভিযানে জাল ডলার সহ প্রতারক আটক

প্রকাশিতঃ ৯:২৫ অপরাহ্ন | এপ্রিল ২৩, ২০১৯

ডিমলায় র‌্যাব-১৩ এর অভিযানে জাল ডলার সহ প্রতারক আটক

মহিনুল ইসলাম সুজন, রিপোর্টার নীলফামারীঃ নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের দক্ষিন সোনাখুলী গ্রামে সোমবার(২২শে এপ্রিল) ভোরে জাল ডলার সহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের একটি দল।

আটককৃত ব্যাক্তি একই গ্রামের অলিয়ার রহমানের ছেলে নজরুল ইসলাম(৩৮)। এ সময় তার কাছে আমেরিকান ১১ ডলার আসল ও ১ হাজার ৬৬৪ জাল ডলার উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার মেজর এ,টি,এম নাজমুল হুদা জানান, আটককৃত নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাল ডলারের ব্যবসা করে প্রতারনা করে আসছিল। সে লোকজনদের প্রথমে আসল ডলার দেখিয়ে ফাঁদে ফেলে পরে ডলার বিক্রির সময় কৌশলে জাল ডলার দিয়ে লোকজনদের প্রতারিত করত।

র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে টাকা লেন-দেনের সময় ওই প্রতারককে জাল ডলারসহ হাতেনাতে আটক করে।এ ঘটনায় ক্যাম্পের ডি,এ,ডি তাপস চক্রবর্তী বাদী হয়ে ডিমলা থানায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করেন।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বলেন,আটককৃতকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

দেখা হয়েছে: 371
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪