|

ডিমলায় নব নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানের শপথ প্রহন

প্রকাশিতঃ ৪:৩৪ অপরাহ্ন | নভেম্বর ১৯, ২০১৮

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় নব নির্বাচিত ৩ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ই নভেম্বর) বিকেলে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিমলা উপজেলায় গত ২১শে অক্টোবর অনুষ্ঠিত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান যথাক্রমে, খগাখড়িবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী (চশমা) প্রতিকে রবিউল ইসলাম লিথন, টেপাখড়িবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী(নৌকা) প্রতিকে ময়নুল হক ও গয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতিকে সামসুল ইসলাম কে শপথ বাক্য পাঠ করান নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফজলুল করিম,জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ।

Aporadh Barta Add

এছাড়াও আজ সোমবার ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিটি ইউনিয়নের ৯ জন করে মোট ২৭ জন ইউপি সদস্য ও ৩জন করে মোট ৯ জন সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ গ্রহনের কথা রয়েছে। শপথ বাক্য পাঠ করাবেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

উল্লেখ্যঃ ২০১৬ সালের ২২ এপ্রিল সারা দেশে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী ও গয়াবাড়ী ইউনিয়নে বিলুপ্ত ছিটমহলের সীমানা জটিলতায় কারনে উচ্চ আদালতে মামলা চলায় ২০১৬ সালের ঘোষিত তফশীলে ওই তিনটি ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছিল।

আদালতে মামলার নিষ্পত্তি হওয়ায় ২০ সেপ্টেম্বর ২০১৮ নির্বাচন কমিশন কতৃক স্বাক্ষরিত পত্রে স্থগিত ইউনিয়ন তিনটির নির্বাচনী তফশিল ঘোষনা করা হলে ২১ অক্টোবর ২০১৮ তারিখ রোববার ওই তিনটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

দেখা হয়েছে: 470
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪