|

ডিমলায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেনীর ছাত্রী

প্রকাশিতঃ ৮:২১ অপরাহ্ন | নভেম্বর ১৫, ২০১৮

মহিনুল ইসলাম সুজন, নীলফামারীঃ

নীলফামারীর ডিমলায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে আসমানি আক্তার খুশি(১৫)নামের এক অষ্টম শ্রেণীর ছাত্রী । সে ডিমলা জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের ছাত্রী ও উপজেলার ডিমলা ইউনিয়নের সরদার হাট এলাকার আফজাল হোসেনের মেয়ে।

বুধবার(১৪ই নভেম্বর) রাতে একই এলাকার আব্দুল মজিদের ছেলে সাজু মিয়ার সাথে বিয়ের প্রক্রিয়া চলছিল খুশির।

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার পুলিশ নিয়ে মেয়ের বাড়িতে হাজির হন। সে সময়ে তার সাথে উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার ও ডিমলা থানার এসআই-ইলিয়াস আলী সহ এলাকাবাসী।

তাদের উপস্থিতি টের পেয়ে ছেলে পক্ষের লোকজন পালিয়ে গেলেও বিয়ের সত্যতা পাওয়ায় বাল্যবিবাহের অপরাধে সেখানে মোবাইল কোর্ট বসিয়ে ১৯হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নাজমুন নাহার।

ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ডিমলায় আমি যোগদানের পর থেকে রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে গিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করে আসছি।তারই ধারাবাহিকতায় বুধবার রাতে অষ্টম শ্রেনীর ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তা বন্ধ করে দেই এবং বাল্যবিবাহের অপরাধে পরিবারের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

দেখা হয়েছে: 505
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪