|

তানোরে করোনাকালীন প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিতঃ ৫:১৩ অপরাহ্ন | জুলাই ০৭, ২০২১

তানোরে করোনাকালীন প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ

সারোয়ার হোসেন, তানোরঃ বর্তমান মহামারী করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত কঠোর লক ডাউনে ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।

আজ(৭জুলাই) বুধবার দুপুরে উপজেলা পরিষদের ছোট হলরুমে করোনাকালীন ঘর বন্দী অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব খাদ্য সামগ্রী তুলে দেন এমপি ওমর ফারুক চৌধুরী।

জানা গেছে, বর্তমানে দেশে ভয়াবহ করোনা ভাইরাস আকার ধারণ করাই সরকার ঘোষিত কঠোর লক ডাউন ঘোষণা করা হয়েছে। এতে করে তানোর উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী ও অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্থ ৫২জন পরিবারের মাঝে পর্যাপ্ত পরিমাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ওমর ফারুক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। উপজেলা প্রকল্প কর্মকর্তা তারিকুল ইসলাম,তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব, কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, বাধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, চাঁন্দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত উপকার ভোগীদের দূরত্ব বজায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

দেখা হয়েছে: 174
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪