|

তানোরে সড়ক দূর্ঘটনায় ৫ স্কুল ছাত্রী আহত

প্রকাশিতঃ ৪:০৩ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৪, ২০১৮

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর তানোরে যাত্রীবাহি বাস স্কুল ছাত্রীদের ভ্যানে পেছন থেকে ধাক্কা দিলে ৫ স্কুল ছাত্রী আহত হয়েছে। বাসটি ( ঢাকা-মেট্রো-জ- ৮৭৫৩) ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। রবিবার সকাল ৯টার দিকে তানোর ফায়ার সার্ভিসের অফিসের পাশে দূর্ঘটনাটি ঘটে।

নূর মোহাম্মদ নামে এক কৃষক জানান, আমার চোখের সামনে দূর্ঘটনাটি ঘটে। ছাত্রীদের নিয়ে ভ্যানটি স্কুল যাচ্ছিল। আমনুরা থেকে ছেড়ে আসা জোর ঘড়েিত বাসটি ভ্যানের পেছন জোরে ধাক্কা দেয়। ভ্যানটি উল্টে ড্রেনের কাদা মাটির মধ্যে পড়ে যায়।

স্থানীয় লোকজন ফায়াস সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা দূত ৫জন ছাত্রীকে তানোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

আহতরা হলেন, তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শিলা, তানোর প্রি ক্যাডেট শিশু একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্রী জীবন নেছা, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সুমাইয়া আকতার, নার্সারী ছাত্রী সাদিয়া, প্ল্রে ছাত্রী জীম্মা তারা। অল্পের জন্য প্রাণে বেচে গেলেন ওই ৫জন ছাত্রী।

তানোর প্রি ক্যাডেট শিশু একাডেমির প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, এঘটনায় ওই ছাত্রীদের পরিবারের পক্ষ থেকে থানায় রিখিত অভিযোগ করা হয়েছে। তানোর থানা ওসি রেজাউল ইসলাম বলেন, আল্লাহর রহমনে ছাত্রীরা প্রাণে বেচে গেছে। বড় ধরনের কোন ক্ষতি হয়নি। অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি।

দেখা হয়েছে: 471
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪