|

তাহেরপুরের বিনোদন কেন্দ্র এখন বারনই নদীর বেঁড়ি বাঁধ

প্রকাশিতঃ ৯:১০ অপরাহ্ন | অগাস্ট ১৮, ২০২০

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
ঐহিতাসিক রাজশাহীর বাগমারার তাহেরপুরে এখন নতুন বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠেছে বারনই নদীর বেঁড়ি বাঁধ। রাজা কংশ নারায়নরে স্মৃতি বিজোড়িত দূর্গা পূজার আদি উৎপত্তিস্থল তাহেরপুরের এই নতুন বিনোদন কেন্দ্রে এখন দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। বিকেল হলেই এখানে ভ্রমন পিপাসুরা দলে দলে ছুটে আসছেন। কেউ নৌকা নিয়ে কেউ মোটরসাইকেলে বা অন্য যানবাহনে এই বিনোদন কেন্দ্রে। স্থানীয়রা জানান, বারনই নদীর কুল ঘেষে তাহেরপুর ব্রীজ থেকে তাহেরপুরে দোল মন্দির পর্যন্ত আড়াই কি:মি: এই বেঁড়ি বাঁধটি তাহেরপুরের মেয়র আবুল কালাম আজাদের একক প্রচেষ্ঠায় গত বছর নির্মাণ করা হয়েছে। নির্মাণ জনিত কিছু ত্রুটির কারণে চলতি বছর এর নির্মাণ কাজ শেষ হয়েছে। এখানে কংক্রিটের ব্লক দিয়ে নদীর পাঁড় শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। এই পাড় দর্শনার্থীদের বসার জন্য টাইলস লাগানো বেঞ্চি বানানো হয়েছে। বিকেল হলেও নানান বয়সেরর দর্শনার্থীরা ছুটে আসেন এই বেঁড়ি বাঁধে। এখানে শিশুদের নানান খেলনা পাওয়া যায়। রয়েছে মুখোরোচক নানান খাবারের ব্যবস্থা। এখানে বসলে যে কারো নয়ন জুড়িয়ে যায়। করোনা লকডাউনে বিপর্যন্ত অনেকেই একঘেঁয়েমি থেকে মুক্তি ও মানসিক স্বস্তি পেতে ছুটে আসেন এই বিনোদন স্পটে। এখানে নৌকা ভ্রমনের সুব্যবস্থা রয়েছে। দিনব্যাপি ভ্রমন পিপাসুরা এখানে এসে তাহেরপুরে দর্শনীয় স্থান আদি দূর্গা মন্দির, জমিদার বাড়ি, তাহেরপুর কলেজ সহ নানান দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন বিনা পয়সায়। সেই সাথে তাহেররপুর বাজারে রয়েছে দুটি চাইনজ রেস্টুরেন্ট সহ দেশীয় হোটেলে নানান খাবারের সমারোহ।

দেখা হয়েছে: 317
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪