|

তাহেরপুরে অধ্যক্ষ আবুল কালামের নির্বাচনী পথসভা

প্রকাশিতঃ ৮:২৩ পূর্বাহ্ন | ফেব্রুয়ারী ০৫, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজদের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহঃপতিবার বিকেলে তাহেরপুর ডিগ্রী কলেজের সামনে এ পথসভার আয়োজন করেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। তাহেরপুর পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্ব ও তাহেরপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাবেক সহ- সভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য প্রফেসর ডঃ পি.এম. শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ও পুঠিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম। দুইবারের নির্বাচিত মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি বক্তব্যে বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আমাকে একক প্রার্থী নির্বাচিত করা হয়েছে। আর দলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের একযোগে কাজ করতে হবে। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে তার দলীয় প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য পৌরসভার নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা শ্রী বিরেণ কুমার সরকার, সাধনপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্রলীগ নেতা মোঃ জিয়াউদ্দিন টিপু, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, তাহেরপুর কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, সাবেক কৃষকলীগের সভাপতি ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপার্থী প্রবীণ আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ নুরু, তাহেরপুর পৌরসভার ১,২ও ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপার্থী মোছাঃ ফাতেমা বেওয়া, তাহেরপুর ডিগ্রী কলেজের উপাধক্ষ্য মোঃ মোবারক হোসেন, জেবাল আহমেদসহ তাহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মি প্রমূখ।

দেখা হয়েছে: 262
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪