|

তাহেরপুরে দূর্গাপূজার উৎপত্তিস্থল পরিদর্শনে ভারতীয় অতিথিবৃন্দরা

প্রকাশিতঃ ৬:৩৫ অপরাহ্ন | ফেব্রুয়ারী ২৮, ২০২২

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলার অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের ঐতিহাসিক ও গুরুত্বর্পূণ তাহেরপুরের রাজা কংস নারায়ন রায়ের শারদীয় দূর্গাপূজার উৎপত্তিস্থল মন্দির পরিদর্শন করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পালসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনেন ২টা দিকে তাহেরপুরে পৌঁছালে ভারতীয় অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য এনামুল হক ও পৌর মেয়র আবুল কালাম আজাদ। এসময় ঐতিহাসিক স্থাপনা দূর্গাপূজার মন্দির দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তাহেরপুরে আসা ভারতীয় অতিথিরা। এ উপলক্ষে গোবিন্দ মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রামপ্রসাদ পাল বলেন,বাংলাদেশের স্বাধীনতায় ভারতের বিরাট ভূমিকা ছিল। বাংলাদেশ-ভারত যে মৈত্রির বন্ধন সেটাকে আজীবন অটুট রাখার প্রয়াস নিয়ে ফ্রেন্ডস অব বাংলাদেশ তার দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতিটি ধর্মের উৎসব সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। সেই সাথে মায়ের জন্মভূমির লোকজন কেমন তা তাহেরপুরে না এলে বুঝতে পারতাম না। সকল মা-ই যেন আত্মার সাথে আত্মীয় হয়ে গেছে। আমরা এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ। এই ভালোবাসা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে বলে আমি মনে করি। তিনি বলেন, একটি অশুভ শক্তি বাংলাদেশ-ভারতের এই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে আসছে। কিন্তু আমাদের এই বন্ধন সেই অশুভ শক্তি ভাংতে পারবে না। ভারতের সাথে বাংলাদেশের ভাষা সংস্কৃতিকসহ নানা ক্ষেত্রে অনেক মিল রয়েছে। রাজশাহীতে আসার পর থেকে যে আতিথেয়তা ও আপ্যায়ন পেয়েছি, তা ভাষাই প্রকাশ করার নয়। সবকিছু মিলে আমি অত্যন্ত মুগ্ধ। এর আগে ভারতীয় প্রতিনিধি দল দুর্গামাতা মন্দির ও গোবিন্দ মন্দির পরিদর্শন শেষে দুর্গামাতার মন্দিরে পূজা-আর্চনা করেন। পরিদর্শনকালে সাংস্কৃতিক মিলনমেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। উল্লেখ্য,রাজা কংসনারায়ণ রায় বাহাদুর ১৪৮০ খ্রিষ্টাব্দে (৮৮৭ বঙ্গাব্দ) এ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে মন্দিরটি অসুরের অশুভ প্রভাব থেকে মুক্তির লক্ষ্যে মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এর পর থেকে এ উপমহাদেশে সার্বজনীন শারদীয় দুর্গাউৎসবের শুরু হয়।#

দেখা হয়েছে: 140
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪