|

তাহেরপুরে দূর্গা মন্দিরে প্রতীমা স্থাপন অনুষ্ঠানকে সফল করার লক্ষে প্রস্তুতি সভা

প্রকাশিতঃ ৩:৫১ অপরাহ্ন | অক্টোবর ০৯, ২০১৮

তাহেরপুরে দূর্গা মন্দিরে প্রতীমা স্থাপন অনুষ্ঠানকে সফল করার লক্ষে প্রস্তুতি সভা

নাজিম হাসান, রাজশাহী থেকে:
১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীীয় দূর্গা পূজা। ভারত উপমহাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রথম শারদীয় দূর্গোৎসবের প্রচলন করেন বাগমারার তাহেরপুরের তৎকালীন রাজা কংস নারায়ণ রায়।

প্রায় সাড়ে পাঁচ শত বছর আগে রাজা কংস নারায়ণ রায় বাহাদুর তাহেরপুর রাজবাড়ীতে শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির থেকে শারদীয় দুর্গা পূজা শুরু করেন। রাজার সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে তাহেরপুরের শ্রী শ্রী দূর্গা মাতা মন্দিরে স্থাপন করেছেন অষ্টধাতু দিয়ে তৈরি ব্রোঞ্জ এর প্রতীমা।

আগামী বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করা হবে প্রতীমাটি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার এমপি।

এছাড়াও আরো উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, সাধন মজুমদার এমপি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সস্পাদক নির্মল চ্যাটার্জী, রাজশাহী জেলা প্রশাসক এ.কে.এম. হাফিজ আখতার, বিপিএম, জেলা প্রশাসক এস.এম আব্দুল কাদের, পুলিশ সুপার শহিদুল্লাহ পিপিএম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি, কেন্দ্রীয় পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনিল কুমার সরকার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করতে সোমবার সন্ধ্যায় উপজেলার শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে মচমইল বাজারের দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মালেক মেহমুদের সভাপতিত্বে এবং শুভডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির শুভডাঙ্গা ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত আহ্বায়ক সিরাজ উদ্দীন সুরুজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদ, কার্যকরী কমিটির সদস্য আলী হাসান, উপজেলা মহিলা লীগের সভানেত্রী মরিয়ম বেগম, মুািক্তযোদ্ধা মকবুল হোসেন, আ’লীগ নেতা আব্দুল মাজিদ শেখ, ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সমরেশ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক আফসারুজ্জামান, আ’লীগ নেতা শাহরিয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও কেন্দ্র কমিটির আহ্বায়ক যথাক্রমে আবেদ আলী, মজিবর রহমান, বয়েন উদ্দীন, মাহাবুর রহমান, মকবুল হোসেন প্রমুখ। এসময় ইউনিয়ন আ’লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 510
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪