|

তাহেরপুরে মাঘের শীতে নামল ঝিম ঝিম বৃষ্টি

প্রকাশিতঃ ৮:৪৪ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৪, ২০২২

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি।
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আকাশ ছিল মেঘলা। তাই মাঘ মাসে হঠাৎ করেই শুরু হয়েছে বৃষ্টি। লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে তাহেরপুরে আকাশে জোসনা হারালো মেঘের আড়ালে ধূসর মেঘে মেঘে ঢেকে গেল আকাশ। কিন্তু মাঘ মাসের এই সময় তো বৃষ্টি বেমানান। কিন্তু তারপরেও বৃহস্পতিবার রাত সোয়া ২টা থেকে শুক্রবার দুপুর সোয়া ১টা পর্যান্ত নামল ঝিম ঝিম বৃষ্টি। পথচারিরা তখন যে ছোটাছুটি শুরু করলেন। কেউ কেউ তো ভিজে একাকার হয়ে গেলেন। হঠাৎই পাল্টে গেল সময়ের দৃশ্যপট। ভরা শীতে যেন নেমে এলো ঘোর বর্ষা। তবে বাতাস থাকায় শীত আগের মতো অনুভুত হচ্ছেল। এবিষয়ে রাজশাহী অফিসের সংশ্লিষ্টরা বলছেন,রাজশাহী ছাড়াও আশপাশের এলাকায় বৃষ্টিপাত হয়েছে। তাই এ বৃষ্টিকে তারা স্বাভাবিক বৃষ্টি হিসেবেই ধরে নিয়েছেন। আবহাওয়া দেখে তারা ধারণা করছেন, আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে মাঠের ফসলের কোনো ক্ষতি নেই। তবে কৃষি বিভাগ ও ফল গবেষকরা বলছেন, এ বৃষ্টি ক্ষতির কারণ হতে পারে আলু,সরিষা,মসুর ও পিয়াজের চারাসহ আম চাষিদের জন্য। রাজশাহী কৃষি অফিস বলছেন,এই বৃষ্টিটা আর কয়েকদিন আগে হলেই মাঠের ফসলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতো। কিন্তু এখন মাঠের গম ও আলুসহ অন্যান্য যেসব ফসল আছে,তার সবগুলোই ঘরে তুলতে পারবেন কৃষক। তাই বলা যাবে না, বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়ে গেল। বরং এখন বরেন্দ্র অঞ্চলে যারা আলু ও গম চাষ করেছেন, তাদের একটা সেচের কাজ হয়ে গেল এই বৃষ্টিতে। ফলে এটা কৃষির জন্য ভালোই হলো। তবে আকশ্মিক এই বৃষ্টিতে স্থানীয় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বৃষ্টির সাথে বেড়েছে শীতের তীব্রতা। এদিকে,কৃষি অধিদপ্তরের মতে, দীর্ঘ খরা ও বৃষ্টিহীন শীতে প্রকৃতি যখন রুক্ষ হয়ে ওঠে, তখন হালকা বর্ষণ ফসলের জন্য উপকার বয়ে নিয়ে আসে। তাই শুক্রবারের (৪ ফেব্রুয়ারি) বৃষ্টিতে হাসি ফুটেছে কৃষকের মুখে। এবিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুস সালাম বলেন, গতকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২৩ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর বৃষ্টির কারণে বেড়েছে শীতের তীব্রতাও। বৃহস্পতিবার তাপমাত্রা বাড়ায় শীত কম অনুভূত হয়। কিন্তু শুক্রবার শীতের তীব্রতা বেড়েছে। এ দিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আরো দুই একদিন এই বৃষ্টি থাকতে পারে বলে জানান তিনি।#

দেখা হয়েছে: 166
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪