|

তাহেরপুরে রহমতের বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায়

প্রকাশিতঃ ৬:১৮ অপরাহ্ন | এপ্রিল ২৭, ২০২৪

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
তীব্র তাপদাহ থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ কাছে ক্ষমা চেয়ে রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌসভার দুর্গাপুর রোড সংলগ্ন গোপালপাড়া বিলে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার সময় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে আলেম সমাজ ও স্থানীয় জনগণ বিশেষ জামাতে অংশ গ্রহনে দুই রাকাত ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজ আদায় শেষে তারা বৃষ্টি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। নামাজের শুরুতে ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নিয়মকানুন বলেন। এরপর মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এবং যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। উল্লেখ্য, প্রায় একমাস যাবত বৃষ্টির দেখা নেই। নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপ, সেচ পাম্প, হ্যান্ড টিউবয়েলের পানি উঠছে না। তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে মুসল্লিরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে নামাজ শেষে প্রার্থনার আয়োজন করা হয়।

দেখা হয়েছে: 90
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪