|

তাহেরপুর পৌরসভায় স্বস্তির বৃষ্টিতে জনজীবনে প্রশান্তি

প্রকাশিতঃ ১০:২৭ অপরাহ্ন | এপ্রিল ২১, ২০২১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
বয়ে যাচ্ছে মৌসুমের তীব্র তাপদাহ। রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় পবিত্র মাহে রমজানের পর দিন থেকে ঘরে-বাইরে সর্বত্র আগুনের উত্তাপ ছিল। কোথাও এতটুকু স্বস্তি ছিল না, আগুন গরমে হাঁসফাঁস ধরে গিয়ে ছিলো প্রাণ-প্রকৃতির। এছাড়া তেঁতে উঠে ছিলো ঘরবাড়িতে থাকা আসবাবপত্রগুলোও। গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। বৃষ্টির জন্য মানুষের মধ্যে পড়ে গিয়ে ছিল হাহাকার। সেই দীর্ঘ প্রত্যাশায় আশার প্রদীপ হয়ে দেখা দিলো স্বস্তির বৃষ্টি। বৃষ্টির স্থায়িত্ব অল্প সময়ের জন্য হলেও এ বৃষ্টিতে তাহেরপুর বাসির জীবনে নেমে এসেছে স্বস্তি ও আনন্দ। বুখবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা দিকে আবহাওয়ার চেহারা বদলে গেলো। নীল আকাশ ঢাকা পড়লো কালো মেঘের চাদরে। শুরু হলো বাতাস। প্রতিমুহূর্তে পরিবর্তন করে দিল দিক। সময়ের সাথে সাথে বাড়তে থাকে বাতাসের গতিও। প্রায় ১০ মিনিট গতিময় বাতাসের পর নেমে আসলো কাংক্ষিত স্বস্তির বৃষ্টি। চলে পায় ঘন্টব্যাপি। দীর্ঘদিন পর বৃষ্টি হওয়ায় মানুষ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন অনেকে। তবে (১০ জুন) সোমবার বেলা সাড়ে তিন টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে রাজশাহী জেলাজুড়ে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ১৪ এপ্রিল ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার (১৯ এপ্রিল) রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ৪০ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। আজ বুধবার তা বেড়ে দাড়িয়েছে ৪০ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস। তবে বুধবার সকাল থেকে তাপদাহের পর বিকাল সাড়ে ৪টার দিকে আকাশে কালো মেঘ জমলেও বৃষ্টির শুরু হয় ইফতারের পর।

দেখা হয়েছে: 318
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪