|

তাহেরপুর টু শিকদারী রাস্তাটি যেনো এখন মরন ফাঁদ,যেনো দেখার কেউ নেই

প্রকাশিতঃ ৭:৫৪ অপরাহ্ন | জুন ২৮, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে :
রাজশাহী জেলার বৃহতম বানিজ্যিক কেন্দ্র তাহেরপুর টু শিকদারী সড়কটি ভেঙ্গে চুড়ে একেবারেই বেহাল অবস্থায় পরিনত হয়ে রয়েছে। যার কারণে একটু বৃষ্টি হলেই রাস্তায় দেবে যায় ট্রাক ও যাত্রীবাহীসহ বিভিন্ন যানবাহন। অথচ তাহেরপুর থেকে রাজধানীর ঢাকা ও বিভাগীয় শহর রাজশাহীর সঙ্গে যোগাযোগের এটিই একমাত্র প্রধান সড়ক বলে পরিচিত এই এলাকার হাজার হাজার মানুষ জনদের কাছে। দির্ঘদিন ধরে এ রাস্তাটির সংস্কারের কাজ না করায় রাস্তাটি চলাচলের জন্য একিবারে অনুপযোগি হয়ে পড়েছে। এবং যথাযথভাবে সড়কপথের উন্নয়ন না হওয়ায় প্রতিনিয়তই যানজট এবং দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে চলাচলকারি পথচারীরা। গত কয়েক বছর আগে বাগমারা এলজিডি অধিদফতরের প্রকৌশলী এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় প্রভাবশালী নেতাদের বিশেষ সহযোগিতায় নামমাত্র সংস্কার কাজ দেখিয়ে সটকে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং যে টুকু কাজ নিম্নমানের হওয়ায় বিভিন্ন স্থানে আজ এই খানা-খন্দকে ভরে গেছে। কথায় কথায়ও পুরো সড়ক জুড়ে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহনগুলো সড়কের গর্তে পড়ে আটকে যাচ্ছে। আবার অনেক সময় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে গাড়ি রাস্তাতেই উল্টে পড়ে যাচ্ছে। সড়কটির সংস্কারের কাজের এক বছর পার না হতেই এই অবস্থার সৃষ্টি হয়। যার কারণে আজ রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। সরজমিনে গতকাল সোমবার দুপুরে গিয়ে দেখা গেছে বাগমারার তাহেরপুর হতে শিকদারী বাজারের তিন রাস্তার ত্রিমনী মোড় পর্যন্ত প্রায় ৮ কিলো মিটার রাস্তার পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। অনেক স্থানে রাস্তা দেবে গিয়ে সেখানে সৃষ্টি হয়েছে মৃত্যু ফাঁদ। আর ভাঙ্গা চুরা এ রাস্তা দিয়ে চলতে গিয়ে বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। এবং ঘটছে প্রানহানির মত ঘটনা। তার পরেও যেন কারো মাথা ব্যাথা নেই রাস্তাটির সংস্কারের উদ্যোগ গ্রহণ উপজেলা এলজিডির। এদিকে, হাজার হাজার এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি নিম্নমানের জিনিসপত্র দিয়ে সংস্কারের কাজ করায় আজ রাস্তাটির এমন দুর্দশা। আর এই রাস্তা দিয়ে চলতে গিয়ে ট্রাকসহ বিভিন্ন যানবাহ প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে। দীর্ঘ দিন থেকে সংস্কারের অভাবে খানাখন্দে ভরপুর। আর এ খানাখন্দ অতিক্রম করতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে ভুক্তভোগি যাত্রী ও সাধারন জনগনের। এতে ঘটছে প্রানহাণির মত বড় র্দুঘটনা। তার পরেও উপজেলা এলজিডি প্রশাসন সব সময় থাকে উদাসিন নিরবতা। এ রাস্তায় চলাচল কারী ট্রাক,ভুটভুটি,চার্জাসহ অটো চালক ইদ্রিস আলী,গোলাম,আসাদুল ও মজিবর রহমান,সাইফুল,আমজাদ,মেহের আলী,কাউছার,নবিন,ইছাহাক জানান, আমরা প্রতিনিয়ই শিকদারী থেকে রাজশাহী-নাটোর জেলা শহরে মানুষ নিয়ে যাতায়াত করি। কিন্তু রাস্তাটি যেনো এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। আর এ জন্য রাস্তাটির বাগমারা উপজেলা এলজিডি অফিসের তদারকি না থাকাকে সরাসরি দায়ী করলেন ওই চালকেরা। এ অবস্থা বিরাজ করলেও সংশিষ্ট দপ্তরের কর্মকর্তারা রয়েছে নির্বিকার। এবিষয়ে বাগমারা উপজেলা এলজিডি অফিসের প্রকৌশলী গোলাম সারোয়ারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে অফিসে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে সব মিলিয়ে তাহেরপুর-শিকদারী মেইন সড়কের প্রায় ৮ কিলো মিটার রাস্তা এখন মানুষের মৃত্যু ফাঁদে পরিণতির আবস্থায় রয়েছে।এবং যেনো দেখার কেউ নেই।

দেখা হয়েছে: 168
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪