|

তাহেরপুর পৌরসভার ভুমি অফিসে সেবা নিতে এসে অতিষ্ট জনসাধারন

প্রকাশিতঃ ৬:১৬ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৬, ২০২১

রতন কুমার,বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ভুমি অফিসে সেবা নিতে এসে তহসিলদার না থাকায় অতিষ্ট জনসাধারন। পদ শূন্য ও জনবলের অভাবে জমি সংক্রান্ত সেবা কার্যক্রম মন্থরগতিতে চলছে। এতে করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে এসে স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন। এবং ঠিক সময়ে প্রয়োজনীয় কাজ সারতে পারচ্ছেন না তারা। এ (ভূমি অফিসে) সেবা নিতে এসে দায়িত্ব থাকা বর্তমান সহকারি তহসিলদার বিজন কুমার অফিসে না থাকায় সময়মতো কাগজপত্রে স্বাক্ষরের অভাবে ঘুরতে হচ্ছে লোকজনকে। এবং সময়মতো তহমিলদারের স্বাক্ষর না থাকায় ভূমি উন্নয়ন কর পরিশোধ (ডিসি আর ) অথ্যাৎ খাজনার চেক না পাওয়ায় জমি বিক্রয় করতে পারছেন না অনেকেই। গতকাল রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাহেরপুর ভুমি অফিসের বারান্দায় দাঁড়িয়ে থাকা উপজেলার গোয়লকান্দি ইউনিয়নের রামরামা ,শ্রীপুর ইউনিয়নের মজিদপুর ও তাহেরপুর পৌরসভার রসুলপুর গ্রামের কয়েকজন ব্যাক্তি বলেন, তাহেরপুর পৌরসভার ভুমি অফিসে সেবা নিতে এসে তহসিলদার না থাকায় খাজনার রশিদ পাইনি। এবং জমি রেজিস্ট্রিরের তারিখ আগামী বুধবার রয়েছে। কিন্তু ভূমি অফিসে দায়িত্ব থাকা বর্তমান সহকারি তহসিলদার বিজন কুমার অফিসে না থাকায় আমরা ঘুরে বাড়ি চলে যাচ্ছি। এবং আমাদের জমি এ সপ্তাহে রেজিস্টি করা যাবে না বলে অফিসে থাকা পিয়ন জানান। কোনোপাড়া গ্রামের এক ব্যাক্তি জানান, রাস্তার কাছাকাছি একটা জমি পেয়েছি, যা কিনে বাড়ি করতে চাচ্ছি। এ জন্য টাকা জোগাতে অন্য একটি জমি বিক্রয় করতে চাচ্ছি। ভুমি অফিসে এসে চেষ্টা করেও আমার সেই জমি বিক্রির কাগজ তৈরি করতে পারছি না। ফলে জমি বিক্রির দিন পিছিয়ে যাচ্ছে। তবে একটি সুত্র জানিয়েছে সহকারি তহসিলদার বিজন কুমার প্রশিক্ষনের জন্য বর্তমানে তিনি রাজশাহীতে অবস্থান করছেন। এবিষয়ে সহকারি তহসিলদার বিজন কুমারের মুঠো ফোন ০১৭৩৮৬৬১২১৪ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মাহমুদুল হাসানের সাথে যোগা যোগ করা হলে তিনি জানান, আমি মিটিংগে আছি। পরে কথা বলা হবে।

দেখা হয়েছে: 147
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪