|

তাহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনীয় প্রচারনায় ইসমাইল হোসেন

প্রকাশিতঃ ৯:২৩ অপরাহ্ন | ফেব্রুয়ারী ০৫, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
আগামী ১৪ ফেব্রুয়ারি আসন্ন রাজশাহীর তাহেরপুর পৌরসভা নির্বাচনে জমে উঠেছে কাউন্সিল প্রার্থীদের নির্ঘুম প্রচার প্রচারনায়। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে কাউন্সিলর প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবং ওয়ার্ড় বাসিদের সাথে কুশল বিনিময় করে নিজেদের জন্য ভোট প্রার্থনা করছেন। তবে এবারের পৌর নির্বাচনে ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জনমত জরিপে এগিয়ে আছেন মো: ইসমাইল হোসেন বলে তিনি দাবি করেছেন। তিনি ৫নং ওয়ার্ড জামলই জগনাথপুর থেকে ২০১১ সালের পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়ে বর্তমান মেয়র আবুল কালাম আজাদের হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে। এবং এবারের নির্বাচনে নির্বাচিত হয়ে পাড়া-মহল্লার জলাবদ্ধতার পানি নিস্কাশন,গোরস্থান নির্মান,হাফেজিয়া মাদ্রাসা নির্মান,রাস্তা,খেলার মাঠসহ ৫নং ওয়ার্ডের অসমাপ্ত কাজ করবেন বলে ভোটাদের কাছে গিয়ে ভোট পার্থনা করে যাচ্ছেন। এবং নির্বাচনী ইসতেহারে কাউন্সিলর পদপ্রার্থী ইসমাইল হোসেন উল্লেখ করেছেন,তিনি নির্বাচিত হলে সর্বপ্রথম ৫নং ওয়ার্ডের যাতায়াতের জামলই হতে জগনাথপুর কাচা রাস্তাকে নতুন পাকা রাস্তা নির্মান করাসহ ওয়ার্ডের মসজিদ,মাদ্রাসার ব্যাপক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।এছাড়াও স্বাস্থ্য সেবার উন্নয়নের উপর জোর তাগিদ দিয়ে যাচ্ছেন। কাউন্সিলর পদপ্রার্থী ইসমাইল হোসেন জানান,আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত না থাকলেও সুতরাং এই ওয়ার্ডের সর্বস্তরের জনগন আমার ডালিম মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তাহেরপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রভাষক মাওলানা সাইফুল ইসলাম জানান,বিগত সময় এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইসমাইল হোসেন নির্বাচিত হয়ে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন। এবং মেয়র আবুল কালাম আজাদের হাত ধরে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। সেই সাথে এবারের পৌর নির্বাচনে তিনি নির্বাচিত হলে ইন্নশায়াল্লাহ ৫নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন তাই আমরাও তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। মাজেদুর রহমান নামের অরেক ভোটার জানান,বিগত দিনে আমরা শমসেরকে কাউন্সিলর পদে ভোট দিয়ে নির্বাচিত করেছি। কিন্তু ৫ বছরে এই ওয়ার্ডের কোন কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এবং আগামী ১৪ তারিখের নির্বাচনে ইসমাইল হোসেন ভাইকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করবো। তবে এই ওয়ার্ডে ৩ জন কাউন্সিলর পদে লড়ছেন। উল্লেখ্য,আগামী ১৪ ফেব্রুয়ারী ভালবাসা দিবসে তাহেরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই ৫ ওয়ার্ডে ভোটার সংখ্যা রয়েছে ১৪৮৯জন।#

দেখা হয়েছে: 350
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪