|

তাহেরপুর পৌরসভায় ছাত্রলীগ নেতার স্প্রে, মাস্ক ও সাবান বিতরণ

প্রকাশিতঃ ৮:২৯ অপরাহ্ন | মার্চ ২৯, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
করেনা ভাইরাস প্রতিরোধে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় ছাত্রলীগের উদ্যোগে গতকাল রবিবার (২৯ মার্চ) দিনব্যাপি পাড়া মোল্লায় সাবান মাস্ক বিতরণ ও রাস্তায় রাস্তায় জীবানুনাশক স্প্রে করা হয়েছে। তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সন্দীপ রায় টিংকু নেতৃত্বে পৌরসভার হরিতলাসহ পাড়া মোল্লায় এসব কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ২০০ পিস সাবান ৫০ পিস মাস্কসহ লিফলেট বিতারন করা হয়। এলাকাবাসি সুত্রে জানা গেছে শুরুতে পৌর এলাকায় সতর্কমূলক প্রচারপত্র বিলি করা হয়। এতে লোকজনের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় । সে সময় লোকজন বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরনের অনুরোধ জানালে তাদের এই অনুরোধে সাড়া দেন পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। সন্দীপ রায় টিংকু বলেন, সাধারণ মানুষকে বার বার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া খুব জরুরি কাজ না থাকলে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়। আর বাইরে বের হলে মাস্ক পরার অনুরোধ করেন তিনি। এছাড়া গত তিন ধরে জনগনের মাঝে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।এবং এই কার্যক্রম আগাপমীতেই চলমান থাকবে বলেও জানান তিনি। এতে তাহেরপুর আঞ্চলিক প্রেস ক্লাব প্রতিষ্টাতা সভাপতি এস.এম সামসুজ্জোহা মামুন,সাংবাদিক সুমিত কুমার রায়,শ্রী রজত দাস,বিদ্যুৎ সরকার,রিপন দাস,মিঠন দাস,কাওসার,মাহাবুর,জাহিদুল রহমান শুভোন,সমেন,সুজন দাস,লালন দাস,মিঠন সরকার,শাহীন,মলায়,সনাতন প্রমুখ উপস্থিত ছিলেন।

দেখা হয়েছে: 237
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪