|

তাহেরপুর পৌর নির্বাচনে নৌকার প্রার্থী কালামের হ্যাট্রিক জয়

প্রকাশিতঃ ১০:০২ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৪, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে: চতুর্থ ধাপে রাজশাহীর তাহেরপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ এ নিয়ে টানা তিনবার মেয়র নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন। এর আগে গত ২০১০ ও ২০১৫ সালে মেয়র নির্বাচিত হন তিনি। গতকাল শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এসময় পৗরসভার ৯টি ওয়ার্ডে ভোট গননা শেষে বেসরকারি ফলাফল অনুযায়ী নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ১০৮৩৯ ভোট। অপরদিকে, তার একমাত্র নিকটতম প্রতিদন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আ ন ম সামসুর রহমান মিন্টু ধানের শীষ মার্কা নিয়ে পেয়েছেন ৯০৩ ভোট। তবে নির্বাচন শেষ হওয়ার প্রায় দুই ঘন্টা আগে সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগে ভোট বর্জন করেন তিনি। এছাড়া বিএনপির প্রার্থীর কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেন তিনি। তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, বিএনপি বা অন্য প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা হয়েছে। অন্যদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে উটপাখি মার্কা নিয়ে বাবুল খাঁ, ২নং ওয়ার্ডে একই প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন সামসুল আলম সরদার,৩নং ওয়ার্ডে শ্রী কার্তিক দাস (উদপাখি) মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন, ৪নং ওয়ার্ডে ডালিম মার্কা নিয়ে নির্বাচিত হয়েছেন মিন্টু পিয়াদা, ৫নং ওয়ার্ডে উটপাখি মার্কা নিয়ে সমশের আলী, ৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শিউলী বেওয়া, ৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মফিজ উদ্দিন মমিন ও ৯নং ওয়ার্ডে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন রইচ উদ্দিন। উল্লেখ্য, তাহেরপুর পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৪৬১৯ জন।যার মধ্যে ভোট কাস্ট হয়েছে ১১৭৪২ টি। শতকরা হারে ৮২%। জয় লাভের পর তাহেরপুর পৌরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নব নির্বাচিত হ্যাট্রিক মেয়র আবুল কালাম আজাদ।

দেখা হয়েছে: 306
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪