|

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত

প্রকাশিতঃ ৩:১৫ অপরাহ্ন | নভেম্বর ১৩, ২০১৮

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের ভোগান্তিরোধে বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন খাবারের হোটেল ও দোকানে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন খাবারের হোটেল ও দোকানে খাবারের মূল্য তদারকি ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ উদ্দিন। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে বিভিন্ন খাবার হোটেলে খাবারের দাম বৃদ্ধি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ বিদ্ধমান থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র আওতায় ৩টি প্রতিষ্ঠানকে পচা, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এদের মধ্যে সাওদা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, ভোজন বিলাস হোটেলকে ৫ হাজার টাকা ও হারেজ চা দোকানে ৫০০ টাকা জরিমানা করা হয়।

দেখা হয়েছে: 537
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪