|

দলের সাথে বেঈমানী করা যাবে না,এমপি এনামুল হক

প্রকাশিতঃ ৮:৫০ অপরাহ্ন | মার্চ ১৩, ২০২০

নাজিম হাসান,রাজশাহী:
বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দলের সাথে বেঈমানী করা যাবে না। জনগণের স্বার্থে দল করতে হবে। নিজের কোন কর্মকান্ডের জন্য দলকে বিতর্কিত করার সুযোগ নেই। নেতৃত্ব একটা দায়িত্ব। নেতা হয়ে বসে থাকার সময় শেষ। যে ভাবে দেশের উন্নয়ন সংগঠিত হচ্ছে তা বজায় রাখতে হবে। কোন ভাবেই উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। গতকাল শুক্রবার রাজশাহীর বাগমারা উপজেলার ৮নং কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে একথা বলেন। তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনার একার পক্ষে সকল কাজ করা সম্ভব না। তিনি দেশের প্রতিটি গৃহহীন ব্যক্তিকে ঘর করে দেবে। কারণ প্রতিটি গ্রাম হবে শহর। কোন ব্যক্তি বা পরিবারকে ছিন্নমূল রেখে সেটা সম্ভব না। তাই সকল গৃহহীনদের বিনামূল্যে সরকারী ভাবে ঘর তৈরি করে দেয়া হবে। তৃণমূল আ’লীগ সাংগঠনিক ভাবে শক্তিশালী হলে কেন্দ্রীয় আ’লীগ শক্তিশালী হবে। তাই উন্নয়ন করতে চাইলে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পদ নিয়ে কেউ অবৈধ সুবিধা হাসিলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী হাত দিয়ে দেশের প্রত্যন্ত এলাকার উন্নয়ন সংগঠিত হচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক সহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। আ’লীগ সরকারের সময়ে কাচারী কোয়ালীপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। অবশিষ্ট যেটুকু কাজ আছে তা বর্তমান সরকারের সময়ে শেষ করা হবে। কারণ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে গ্রামকে শহরে পরিনত করার লক্ষ্যে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আসছে ব্যাপক পরিবর্তন। এই ত্রি-বার্ষিক সম্মেলন তৃণমূল আ’লীগকে গতিশীল করবে। তাই দল ও দেশের স্বার্থে প্রতিটি নির্বাচনে আ’লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। শুক্রবার বিকেলে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করেন কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আ’লীগ। উক্ত সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। এছাড়াও সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জেহের, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন পারভীন বেগম এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সাত্তার। অনুষ্টানটি পরিচালনা করেন,উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রথমে সম্মেলনস্থলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি।

দেখা হয়েছে: 684
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪