|

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিতঃ ৪:৫২ অপরাহ্ন | অক্টোবর ০৩, ২০১৮

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জামাল তালুকদার, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আয়োজনে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০১৮ পালন করা হয় সোমবার।

দিবসের মধ্যে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে ডিএসকের আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ”মানবাধিকার প্রতিষ্ঠায় – প্রবীনদের স্মরণ পরম শ্রদ্ধায়” শীর্ষক আলোচনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম সাজু , সিনিয়র সাংবাদিক সাহাদাৎ হোসেন কাজল, সাংবাদিক ধ্রুব সরকার, জামাল তালুকদার, ডিএসকের সিনিয়ির মনিটরিং কর্মকর্তা মোঃ অমিনুল ইসলাম, দীলিপ ঘোষ প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণরা আমাদের বোঝা নয়, তাঁদের রক্ষনাবেক্ষনে আমাদেরই এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার প্রবীণদের নির্যাতন রোধে আইন পাশ করেছেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজ নিজ অবস্থান থেকে প্রবীণদের সহায়তা করার জন্য উপস্থিত সকলেই অঙ্গীকার করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর প্রকল্প কর্মকর্তা মোঃ মোরশেদ আলম।

দেখা হয়েছে: 546
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪