|

দুর্গাপুরে প্রশাসনের ছত্রছায়ায় শত শত পুকুর খননের হিড়িক

প্রকাশিতঃ ১:২৪ অপরাহ্ন | মার্চ ২২, ২০২১

নাজিম হাসান,রাজশাহী থেকে:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় স্থানীয় সাংবাদিক প্রশাসন ও দালালদের ছত্রছায়ায় মাছ চাষের জন্য (কৃষি) ফসলি জমিতে ইচ্ছেমতো শত শত পুকুর তৈরি করা হচ্ছে। এতে ক্রমেই কমছে চাষের জমি। পাশাপাশি প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা অকার্যকর হয়ে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, মাছ চাষের জন্য দুর্গাপুর উপজেলাজুড়ে এ পর্যন্ত ৭ হাজার ৯০৭টি পুকুর খনন করা হয়েছে। যার মধ্যে সব চাইতে বেশি পুকুর খনন হয়েছে দেলোবাড়ী,কিসমত গণকৈড়, নওপাড়া ও পানানগর ইউনিয়নে। ভুক্তভোগী কৃষকেরা বলছেন, গত বর্ষায় পানি জমে বেশ কিছু স্থানে ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এবং এলাকায় মানববন্ধন ও প্রশাসনের কাছে দেনদরবার করেও বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হয়নি। বর্তমানে পুকুর খনন যেভাবে বাড়ছে, সামনে আরও বেশি পরিমাণ জমির ফসল নষ্ট হবে। এতে করে উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। এক শ্রেণির পুকুর ব্যবসায়ীরা কৃষকদের ফসলি জমিতে পুকুর খননের লোভনীয় প্রস্তাব দিচ্ছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের অধিকাংশ কৃষি জমিতে ভেকুমেশিন দিয়ে ৮ ফুট গভীর করে জমির চারদিকে বাঁধ দিয়ে পুকুর খননের এই মহোৎসব চলছে। দিনরাত বিরতিহীন পুকুর খনন করে সেই মাটি আবার বিভিন্ন ইটভাটায় সরবারহ করা হচ্ছে। কৃষকরা না বুঝে হারাচ্ছেন তাদের উর্বর ফসলি জমি, অন্যদিকে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন এক শ্রেণির প্রভাবশালী পুকুর ব্যবসায়ীরা। উপজেলার বাসির মাঝে এখন একটাই প্রশ্ন কেন পুকুর খনন বন্ধ হচ্ছে না। পুকুর খনন বন্ধের দাবীতে বিভিন্ন দপ্তরে শত শত অভিযোগ দিয়েও সুফল পাচ্ছে না উপজেলা বাসী। কৃষকদের অভিযোগ, নানাভাবে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এসব পুকুর খনন কাজ চলছে। এছাড় দুর্গাপুর থানা পুলিশ প্রতিটি পুকুর খননে বিঘাপতি মোটা অংকের টাকার বিনিময়ে পুকুর খননের সুযোগ করে দিচ্ছে। এক শ্রেণির দালালচক্র কৃষকদের অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে ১০-১৫ বছরের জন্য পুকুর খননের কাজে জমি ইজারা নিচ্ছেন। আবার রাজি না হলে জোর করে রাতারাতি পুকুর খনন করা হচ্ছে। ফলে কৃষকরা নিরুপায় হয়ে পড়েছেন। বারবার অভিযোগ জানালেও প্রশাসন নির্বিকার ভুমিকা পালন করে যাচ্ছেন। তবে কয়েজন সচেতন ব্যাক্তিরা জানান, এমনিতেই পুরো বাংলাদেশরে মধ্যে দুর্গাপুরে সবচেয় বেশি পুকুর খনন হয়েছে। বর্তমানে যে হারে পুকুর খননের কাজ চলছে তাতে করে আগামি দুই এক বছরের মধ্যে এই উপজেলায় খাদ্য নিরাপত্তায় হুমকিতে পড়বে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে যোগাযোগ করা হলে তিনি অফিসে না থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসক আব্দুল জলিল বলছেন, কৃষি জমির সুরক্ষায় আইন রয়েছে। তবে শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করা যাবে না। এছাড়া ফসলি জমিতে পুকুর খননের ওপর সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কেউ ফসলি জমিতে পুকুর খনন করলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 287
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪