|

দুর্গাপুরে বাইকের বেপরোয়া দ্রুতগতিতে কেড়ে নিল বৃদ্ধর প্রাণ

প্রকাশিতঃ ১১:১৮ অপরাহ্ন | অগাস্ট ০৩, ২০২০

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল (বাইক) চালিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মো.আজিমুদ্দিন তালুকদার (৭৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আজিমুদ্দিন পুর্ব রঘুনাথপুর গ্রামের মৃত ছবির উদ্দিন তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানান,বৃদ্ধ আজিমুদ্দিন তালুকদার প্রতিদিনের ন্যায় রবিবার (২ আগস্ট) বিকাল ৩টার সময় দুর্গাপুর-তাহেরপুর মেইন সড়কের রঘুনাথপুর তেতুলতলা নামক স্থানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য গরু নিয়ে যায়। এরপর তিনি মেইন সড়কের পার্শে গরু বেধে রেখে বসেছিলেন। এসময় বাইক আরোহী ঝিনা গ্রামের আব্দুল রাজ্জাকের বখাটে ছেলে মো. মহিন (১৭) সহ তিন বন্ধু এপ্যাসি আর টি আর টিভি এস একটি বেপরোয়া গতিতে তাহেরপুর বাজার থেকে মোটরসাইকেল নিয়ে ঝিনার মোড়ের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বৃদ্ধ আজিমুদ্দিনকে ধাক্কা দেয়। পরে রাস্তার পাশে থাকা পানিতে বাইকসহ তিনজন পড়ে যায়। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় বৃদ্ধ আজিমুদ্দিনকে উদ্ধার করে তাহেরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তিনি রাস্তা মধ্যে মারা যান। এদিকে,এলাকাবাসি অভিযোগ বৃদ্ধ আজিমুদ্দিনের মৃত্যু নিয়ে সারা রাত চলে রফাদফা। এবং তার ছোট ছেলে ও জামাতা (জামাই) বাইক আরোহী মহিনের পিতা রাজ্জাকের কাছ থেকে মোটা অংকের টাকা খেয়ে স্থানীয় ইউপি এক সদস্যর দারায় সামান্য কেছু টাকা নিয়ে মিমাংসা করে থানা থেকে সারপত্র নিয়ে এসে গতকাল সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করেন। এব্যাপারে দুর্গাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।#

দেখা হয়েছে: 414
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪