|

চট্টগ্রামে চারতলার গ্রিল ফাঁক করে দুর্ধর্ষ চুরি

প্রকাশিতঃ ৩:৩১ অপরাহ্ন | মে ০১, ২০২০

চট্টগ্রামে চারতলার গ্রিল ফাঁক করে দুর্ধর্ষ চুরি

অনলাইন বার্তাঃ চারতলার ব্যালকনির গ্রিল ৬-৭ ইঞ্চি ফাঁক করে ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেছে সংঘবদ্ধ একটি চক্র। শুক্রবার (১ মে) ভোর রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার জামালখান ওয়ার্ডের ৩১ হেমসেন লেনের সাজেদা ভিলায় এ চুরির ঘটনা ঘটে।

পেশায় মার্চেন্ডাইজার সন্দ্বীপন পাল জানান, ২ বছর ধরে আমরা এ বাসায় ভাড়া থাকি। চারতলায় মায়ের শোবার ঘরের ব্যালকনিটা ফাঁক করে চোর ঢুকেছে। একটি মোবাইল ফোন, একটি ডিজিটাল ক্যামেরা, ৩-৪ ভরি স্বর্ণালংকার, নগদ ২০-২৫ হাজার টাকা চুরি হয়েছে।

তিনি জানান, প্রতি দিন মা ভোরে ঘুম থেকে উঠে যান। আজ সকাল আটটায় উঠেছেন। চোখ মেলে দেখেন স্টিলের আলমিরা খোলা, সব জিনিসপত্র এলোমেলো। চোর শুধু সহজে বহন করা যায়, দাম বেশি এমন জিনিসই নিয়ে গেছে।

চোরেরা পাশের বাসার সব দরজা বাইর থেকে লক করে রেখেছিলো বলে জানান সন্দ্বীপন। ৭১ বয়সী আইভি পাল জানান, আমি ঘুমে ছিলাম। এত কিছু হয়ে গেলো কিছুই টের পেলাম না।

স্থানীয় লোকজন জানান, করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ছুটির পর থেকে হেমসেন লেন এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, ফোনে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেখা হয়েছে: 342
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪