|

তানোরে ধান ক্ষেতে যুবক হত্যার ঘটনায় ৩জন আটক

প্রকাশিতঃ ১২:৩৯ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ০৫, ২০২১

সারোয়ার হোসেন, তানোর: রাজশাহীর তানোরে ধান ক্ষেতে যুবককে হত্যার ঘটনায় ৩জনকে আটক করেছে তানোর থানা পুলিশ। সেই সাথে হত্যার কাজে ব্যবহত আলামত উদ্ধার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।

আসামীরা হলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত বিরেন চন্দ্র পন্ডিতের ছেলে শ্রী জিতেন চন্দ্র পন্ডিত (৪৬) শ্রী জিতেন চন্দ্র পন্ডিতের স্ত্রী শ্রীমতি কামনা রানী (৩৩) ও জিতেন চন্দ্র পন্ডিতের ছেলে জয় চন্দ্র পন্ডিত (২১)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, জিতেন চন্দ্র পন্ডিতের স্ত্রীর সাথে একই এলাকার পারিশো গ্রামের শুকুর উদ্দিন মোল্লার ছেলে মনিরুল ইসলামের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিলো। প্রতিদিনের ন্যায় মনিরুল ইসলাম গত ১ সেপ্টেম্বর বুধবার রাতে জিতেনের স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করলে পিছনে থেকে উৎপেতে থাকা (স্বামী) জিতেন দেশীয় হাঁসুয়া দারা মাথায় আঘাত করলে সেখানেই মনিরুল ইসলামের মৃত্যু হয়।

সম্প্রতি, চলতি মাসের (২সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো দূর্গাপুর সাধুর মোড়ে একটি ধান ক্ষেতে নিহত মনিরুল ইসলামের লাশ দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এঘটনায় পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে হত্যার ঘটনায় ৩জনকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে তানোর থানার ওসি রাকিবুল হাসান রাকিব বলেন, এটা পরকীয়ার জেরে হত্যা করা হয়েছে। যা প্রাথমিক জিজ্ঞেসাবাদে আসামীরা শিকার করেছেন বলে তিনি জানান।

দেখা হয়েছে: 173
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪