|

ধামইরহাটে কুষ্ঠরোগ ও শারীরিক প্রতিবন্ধীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৫:৫২ অপরাহ্ন | সেপ্টেম্বর ২৫, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কুষ্ঠরোগ ও শারীরিক প্রতিবন্ধীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান, ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বিপিএম-পিপিএম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. নিয়াজ মুস্তাক চৌধুরী, মেডিকেল অফিসার আবু মাসউদ আনসারী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রিপন রেজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা মো. হারুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এ টি এম ফসিউল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রব্বানী, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, ডেমিয়েন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর এস এম আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএলসিএ মো. আবুল হোসেন, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ। মত বিনিময় সভায় কুষ্ঠ রোগে আক্রান্তদের পরিবারে ও আক্রান্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক ও সমবায় অধিদপ্তর কুষ্ঠু রোগীদের সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ‘কুষ্ঠ একটি মৃদ্যু সংক্রামক একটি প্রাচীন রোগ। যা সঠিক চিকিৎসায় সম্পুর্ণ ভাল হয়, কিন্তু দেরীতে রোগ নির্নয় ও বিলম্বিত চিকিৎসার কারণে অনেক সময় কুষ্ঠরোগে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয় এবং রোগির হাতে, পায়ে, চোখে বিকলাঙ্গতা দেখা হয়, ফলে কর্মক্ষতা হারিয়ে সমাজে অবহেতিল জীবন যাপন করে।’

দেখা হয়েছে: 80
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪