|

ধামইরহাটে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

প্রকাশিতঃ ২:২১ অপরাহ্ন | মার্চ ১৫, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)নর আয়োজনে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বাল্যবিবাহ প্রতিরোধে দৃশ্যমান করনীয় বিষয়ে আলোকপাত করেন ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র আঞ্চলিক ডেপুটি ম্যানেজার শরিফুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মন্ডল। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান,সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, মোসাদ্দেকুর রহমান, ওয়ার্ল্ডভিশনের ম্যানেজার বিমল কুমার রুরাম, বন্ধনের আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, সংস্থার সেলপ অফিসার পিয়ারা খাতুন, প্রোগ্রাম সহকারী রোকসানা পারভীন, স্যানিটারী ইন্সপেক্টর আনিছুর রহমান,নারী ফোরাম সভানেত্রী আনজুয়ারা বেগম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুমুছা স্বপন, নিকাহ রেজিস্টার সমিতির সভাপতি মজিবর রহমান কাজী, ইউপি সদস্য হামিদুল ইসলাম, মৌলভী আবু সুফিয়ান, পুরোহিত ঠাকুর প্রশান্ত কুমার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ অল্পবয়সীদের হাতে দেয়া স্মার্টফোনের অপব্যবহার, পরিবারের অসচেতনতা, চাকুরিজীবি জামাইয়ের লোভ নিয়ন্ত্রন করে একটি মেয়ের সারা জীবনের সঠিক সিদ্ধান্ত নিয়ে বিয়ে দেওয়ার মত প্রকাশ করেন এবং কাজীসহ সংশ্লিষ্ট মৌলভীদের বাল্যবিয়ে থেকে নিরুৎসাহিত করার আহবান জানানো হয়।

দেখা হয়েছে: 109
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪