|

ধামইরহাটে ভর্তূকিমূল্যে টিসিবি’র পন্য বিক্রয়ে উপজেলা প্রশাসনের সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ ৬:০৩ অপরাহ্ন | মার্চ ১৯, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে প্রশাসনের স্বাক্ষরিত কার্ডের মাধ্যমে ভর্তূকিমূল্যে টিসিবি’র পন্য বিক্রয়ের লক্ষে সংবাদ সম্মেলন করেছে ধামইরহাট উপজেলা প্রশাসন। ১৯ মার্চ বিকেল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে পবিত্র রমজান উপলক্ষে নিকট সয়াবিন তেল, চিনি, ডাল, ছোলা, মসুর ডাল ও অন্যান্য পন্য ডিলারের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের নিকট বিক্রয়ের জন্য সংবাদ সম্মেলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গনপতি রায়। এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় জানান, ধামইরহাট উপজেলায় ১০ হাজার ৭৩৪ জন ভোক্তাদের মাঝে ১২টি পয়েন্টে এসব খাদ্যপন্য বিক্রয় করা হবে, ইতিপূর্বে কোভিড-১৯ কালীন সময়ে যারা প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছেন, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকায় নিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ধামইরহাট পৌরসভার ৪টি পয়েন্টে ২ হাজার ২৩৬ জনকে, ধামইরহাট ইউনিয়নে ১ হাজার ৫৪ জন,আগ্রাদ্বিগুন ইউনিয়নে ১ হাজার ৫৬ জন, আলমপুর ইউনিয়নে ১ হাজার ৮০ জন, উমার ইউনিয়নে ১ হাজার ৫১ জন, আড়ানগর ইউনিয়নে ১ হাজার ৭৯ জন, জাহানপুর ইউনিয়নে ১ হাজার ৭৫ জন, ইসবপুর ইউনিয়নে ১ হাজার ৫৮ জন ও খেলনা ইউনিয়নে ১ হাজার ৪৫ জনকে ভর্তূকিমুল্যে খাদ্যপন্য প্রদান করবে মেসার্স মানহা ট্রেডার্স ও জাহিদ ট্রেডার্স।
২০ মার্চ বেলা ১১ টায় উমার ইউনিয়নে বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

দেখা হয়েছে: 116
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪