|

ধামইরহাটে ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টে জরিমানা

প্রকাশিতঃ ৮:৩৮ অপরাহ্ন | মার্চ ১৭, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে ভোক্তা অধিকার রক্ষায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে মুদি দোকানের জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার টিএন্ডটি মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ। পেশকার মেহেদী হাসান জানান, ধামইরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে পুলিশ প্রশাসনের সহযোগিতায় হান্নান স্টোর, তৌহিদুর রহমান স্টোর ও রবিউল স্টোরে তল্লাশি চালিয়ে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে ভোক্তা সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারা লংঘনের দায়ে হান্নান স্টোরের ৩ হাজার টাকা, তৌহিদুর স্টোরের ২৫০০ টাকা ও রবিউল স্টোরের ২৫০০ টাকা জরিমানা করেন। এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিব্বির আহমেদ বিগত ৩ মাসে ৫৫ টি মামলায় বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং বিভিন্ন অপরাধে ৭০ হাজারের অধিক টাকা জরিমানা আদায় করেন এবং৩০ জন মাদক সেবিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। মোবাইলকোর্ট পরিচালনা বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, “মোবাইল কোর্টের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একদিকে সচেতনতা সৃষ্টি হয়, অপরদিকে সাধারন ভোক্তাদের অধিকার সংরক্ষন হয়, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনদুর্ভোগ বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে।”

দেখা হয়েছে: 122
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪