|

ধামইরহাটে মুক্তিযোদ্ধার জমি জবর দখলের চেষ্টা ও হামলার অভিযোগ, থানায় মামলা দায়ের

প্রকাশিতঃ ২:৫৭ অপরাহ্ন | মার্চ ০৫, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধার জমি জবর দখলের চেষ্টা ও মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ৭ জনকে আসামী করে ধামইরহাট থানায় একটি মামলাও দায়ের করেছে ভুক্তভোগী নির্যাতিত বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার।
থানার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার চককালু গ্রামের মহিউদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার তার মৃত স্ত্রী মনজুয়ারাকে শাশুড়ি রাবেয়া বিবি কর্তৃক জোতওসমান মৌজার আর এস ১৫৫ নম্বর খতিয়ানভুক্ত ০১ একর সম্পত্তি ১৯৮৭ সালের ১ সেপ্টেম্বর ৩৭৪০ নম্বর দলিল মূলে রেজিষ্ট্রি করে দিলে অদ্যাবধি তা শান্তিপূর্ণ ভোগ দখল করেন। বিবাদী মোফাজ্জল হোসেন ও তার ছেলে মশিউর গং ১ মার্চ সকালে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সরকার কর্তৃক জমিতে ধানরোপন করাকালে মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও তার দুই ছেলেসহ পুত্রবধুদের মারপিট করে আধা ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় প্রতিপক্ষ মোফাজ্জল হোসেন ও মশিউর গং। স্থানীয়দের সহযোগিতায় আহতরা ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাদী হয়ে ধামইরহাট থানায় ২ মার্চ রাতে মামলা দায়ের করেন।
তবে অভিযুক্ত মশিউর রহমান বলেন, ‘আমরাই ওই জমিতে ধান লাগিয়ে ছিলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান ও তার পরিবার সেগুলো নষ্টকরে সেখানে পুনরায় ধান রোপন করাকালে আমরা বাধা দিয়েছি মাত্র।’
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগ পাওয়া মাত্রই নিয়মিত মামলা রুজু করা হয়েছে, মামলার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে, তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

দেখা হয়েছে: 340
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪