|

ধামইরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতন-মামলা করায় শশুড়কে হামলা

প্রকাশিতঃ ৭:৩১ অপরাহ্ন | জানুয়ারী ২০, ২০২২

আমজাদ হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক গৃহকর্তার বিরুদ্ধে। স্ত্রী বাদী হয়ে নওগাঁ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। এই মামলার প্রেক্ষিতে শশুরকে হামলার অভিযোগও উঠেছে ওই স্বামীর বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২০১৯ সালের ২৪ ডিসেম্বর দেড় লক্ষ টাকা মোহরানায় চৌঘাট গ্রামের মজিবর রহমানের মেয়ে রোজিনা পারভীন (৩৫) কে ২য় বিয়ে করে উপজেলার চৌঘাট গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে ময়েন উদ্দিন। স্ত্রী রোজিনার অভিযোগ বিয়ের পর পরই আড়াই লাখ টাকা যৌতুক দাবী করে স্বামী ময়েন উদ্দিন। এ বিষয়ে ২০২১ সালের ২৫ অক্টোবর যৌতুকের দাবীতে স্ত্রী মারপিট করে বাড়ী থেকে বের করে দেন স্বামী ময়েন উদ্দিন। ঘটনার ৬ দিন পরে স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করলে, সেই বিষয়ে আলমপুর ইউপিতে আদালত হতে মামলার তদন্ত আসলে চলতি বছরের ১৭ জানুয়ারী রাত ৯ টার দিকে স্বামী ময়েন উদ্দিন ক্ষিপ্ত হয়ে স্ত্রী রোজিনা পারভীনকে শাষন গর্জন করে ও শশুর মজিবর রহমানকে এলোপাতাড়ী মারপিট করে আহত করে। আহত মজিবর রহমান ধামইরহাট হাসপাতালের ৩৭ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে অভিযুক্ত ময়েন উদ্দিন বলেন, ‘আমি আমার স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে চাই, ১৭ জানুয়ারী আমি কাজের লোক ঠিক করতে বাদীর বাড়ীর সামনে দিয়ে গেলে তারা আমার উপর আক্রমন করতে চাইলে আমি নিজেকে রক্ষার জন্য একটি বাশের দেড় হাত বাতা দিয়ে একটা বাড়ি মেরেছি।
ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, বাদী রোজিনা পারভীন আজ সন্ধ্যায় একটি অভিযোগ দায়েল করেছেন, ‘অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

দেখা হয়েছে: 157
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪