|

ধামইরহাটে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিল সুফলা সমাজকল্যাণ সংস্থা

প্রকাশিতঃ ৯:১৪ পূর্বাহ্ন | অক্টোবর ০৬, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগীকে চিকিৎসা ও সেবা প্রদান করা হয়েছে। ৫ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুফলা সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে ও তাকওয়া ল্যাব এন্ড কনসালটেন্সীর সহযোগিতায় নানাইচ মোড়স্থ্য কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া। মেডিকেল ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হৃদরোগ, ডায়াবেটিস মেডিসিন ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডা. মো. সাইফুল ইসলাম ও ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আবু মাসউদ আনছারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরদার, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, সুফলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি শামীম রেজা, সম্পাদক শাহিন কাদির, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পালকি ফাউন্ডেশনের পরিচালক নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ৩১০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলে সংগঠনের সম্পাদক শাহিন কাদির জানান।
চিকিৎসা পাওয়া অসহায় ও দুঃস্থ্য নারী বুলবুলি, জেবুননেছা ও হাওয়া পারভীন বলেন, আমরা অনেকদিন ধরে অসুস্থ্য, ঠিকমত হাটাচলা করতে পারি না, ভ্যান ভাড়ার অর্থের অভাবে হাসপাতালেও যেতে পারছিলাম না,আজ বিনা পয়সায় বাড়ীর নিকট ফ্রি চিকিৎসা সেবা পেয়ে নিজেদের অনেকটাই মানসিক ভাবে সুস্থ্য অনুভব করছি।’
সংগঠনের সভাপতি শামীম রেজা বলেন, ‘আমরা যুব সমাজকে মাদকমুক্ত করতে বিভিন্ন ক্যাম্পেইনের পাশাপাশি সামাজিক সেবা মুলক বিভিন্ন কার্যক্রম নিয়মিত ভাবে করে যাবো ইনশাআল্লাহ।’

দেখা হয়েছে: 116
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪