|

ধামইরহাটে ৬ জেলার প্রতিযোগিদের নিয়ে আন্তঃজেলা ব্যাডমিন্টন ও লন টেনিস অনুষ্ঠিত

প্রকাশিতঃ ২:০৯ অপরাহ্ন | ফেব্রুয়ারী ১৯, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি- নওগাঁর ধামইরহাটে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাজশাহী বিভাগের ৬ জেলার প্রতিযোগিদের নিয়ে আন্তঃজেলা ব্যাডমিন্টন ও লন টেনিস টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গের প্রখ্যাত ধারা ভাস্যকার খোরশেদ রায়হানের সঞ্চালনায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ১৮ ফেব্রুয়ারী রাত ৮ টায় উপজেলা চত্বরে শেখ কামাল টেনিস কমপ্লেক্সে ও অস্থায়ী ব্যাডমিন্টন ক্যাম্পাসে লন টেনিস ও ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে অনুর্ধ-১৩ থেকে অনুর্ধ ৪৫, ইন্টারন্যাশনালসহ ৫টি ক্যাটাগরিতে ৩২ টিমের খেলা ১৯ ফেব্রুয়ারী সকাল ৭ টা পর্যন্ত চলে।

খেলায় নাচল ব্যাডমিন্টন দল চ্যাম্পিয়ন হয় এবং জয়পুরহাট স্মৃতি খেলাঘর রানার্সআপ হয়। খেলায় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, ওসি মো. মোজাম্মেল হক কাজী, অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পল্লী বিদ্যুতের ডিজিএম শাহীন কবির, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মালেক, বনবিট কর্মকর্তা আনিছুর রহমান, স্পন্সর আবু সাইদ, হানজালা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ব্যাডমিন্টন খেলার সমাপনী হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে লন টেনিস খেলায় বিভাগের বিভিন্ন জেলার জাতীয় খেলোয়ারগণ উপস্থিত থাকবেন।

দেখা হয়েছে: 141
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪