|

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিতঃ ১২:০১ পূর্বাহ্ন | মার্চ ২৭, ২০১৮

নজরুল-বিশ্ববিদ্যালয়-Celebrated the independence and national day of Nazrul University

ত্রিশাল(ময়মনসিংহ) সংবাদদাতাঃ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃ্তিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম।

এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) ড. হুমায়ুন কবীর, কর্মকর্তা পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

উক্ত আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান্ম শিক্ষক,শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।

পরে গাহি সাম্যের মঞ্চে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

নজরুল-বিশ্ববিদ্যালয়-Celebrated the independence and national day of Nazrul University

দেখা হয়েছে: 545
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪