|

নান্দাইলে ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা আসামী ৫

প্রকাশিতঃ ৪:৪১ অপরাহ্ন | অক্টোবর ০৯, ২০২৩

নান্দাইলে ট্রান্সফরমার চুরির ঘটনায় মামলা আসামী ৫

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের ৫ টি ট্রান্সফরমার চুরির ঘটনায় ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জনের নামে মামলা দায়ের হয়েছে। গত শুক্রবার রাতে খামারগাঁও গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র হারুন অর রশিদ বাদী মামলা দায়ের করেন।

মামলার আসামীরা হলেন- খামারগাঁও গ্রামের আব্দুল কাদিরের পুত্র মো. উজ্জল মিয়া (৫৩), চন্ডিপাশা গ্রামের মো. জাহাঙ্গীর (৩৫) সহ অজ্ঞাত ৩ জন।

নান্দাইল মডেল থানার দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়- গত শুক্রবার (৬ অক্টোবর) রাতে ১ টার দিকে খামারগাঁও গ্রামের হারুন-অর রশিদের রাইচ মেইলের বৈদ্যুতিক খুঁটি থেকে ১০ কেভি ৩টি ট্রান্সফরমার নামিয়ে ফেলে। এসময় হারুন অর রশিদ নিজ ঘর থেকে বের হয়ে রাইচ মেইলের বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার দেখতে না পেয়ে আশে পাশে টর্চ লাইট জ্বালাইলে আসামী উজ্জল মিয়া সহ আরো ৪ জনকে দেখতে পান। পরে আসামী কৌশলে পালিয়ে যান।

ঐ দিন সকাল সাড়ে ৭ টার দিকে খোঁজাখুঁজি করে আসামী উজ্জ্বল কে জিজ্ঞাসাবাদ করলে হারুন অর রশিদের ৩টি ট্রান্সফরমার সহ পাশের বাড়ির আবুল বাশারের দুটি ৫ কেভি ট্রান্সফরমার চুরির বিষয়টিও স্বীকার করেন।

পরে নান্দাইল মডেল থানা পুলিশ আসামী উজ্জল মিয়া গ্রেফতার এবং ৫ টি ট্রান্সফরমার জব্দ করে থানায় নিয়ে যান। ৫টি ট্রান্সফরমারের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। নান্দাইল মডেল থানার এসআই মোস্তাক আহমেদ মামলাটির তদন্ত করবেন।

দেখা হয়েছে: 133
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪