|

নিরবে চলছে শান্তর খাদ্য সহায়তা কার্যক্রম

প্রকাশিতঃ ৪:৩১ অপরাহ্ন | মে ০১, ২০২০

নিরবে চলছে শান্তর খাদ্য সহায়তা কার্যক্রম

মোঃ কামাল, ময়মনসিংহঃ সংখ্যায় নয়, সোডাউনে নয়, নিরবে মানবিকতায় বিশ্বাসী ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের শ্রমজীবী মানুষগুলো যখন ঘরে থেকে খাদ্য সংকটে পড়েছে।

সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মী ও সমাজের সাবলম্বিদের মানবিক সহায়তার হাত প্রসারিত করার নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা থেকেই ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কর্মহীন শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন খাদ্য সহায়তা নিয়ে ।

১ মে শুক্রবার নগরীর মিন্টু কলেজ থেকে ময়মনসিংহ সদরের ১৩ ইউনিয়নে ২৭শ ও শহরের সাবেক ২১ ওয়ার্ডে ১৩শ মোট ৪ হাজার খাদ্য সহায়তা প্যাকেট দিয়েছেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। যা পর্যায়ক্রমে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদককে বন্টন করে দেয়া হচ্ছে। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা ও লবণ।

নিরবে চলছে শান্তর খাদ্য সহায়তা কার্যক্রম

এছাড়া গত ৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ময়মনসিংহ সদরের ১৩ ইউনিয়নসহ মহানগরের ৪৮ টি এলাকায় প্রায় ১৫ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। যা মোহিত উর রহমান শান্তর প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা ও নির্দেশনায় সম্পূর্ন নিজস্ব উদ্যোগে বাস্তবায়ন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নিবেদনপ্রাণ নেতাকর্মীরা।

 

সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে কোন প্রকার সোডাউন ছাড়াই। যা ধাপে ধাপে ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে নিরবে নিভৃতে। এক্ষেত্রে ময়মনসিংহ সদরের ইউনিয়ন ও মহানগর কেন্দ্রীক নেতাকর্মীরা এ খাদ্য সামগ্রী বিতরণ করছে পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী।

মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত বলেন, এই দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এ দায়িত্ব পালন করতে গিয়ে সামাজিক দুরত্বের বলয় ভাঙ্গার পক্ষে আমি নই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মানুষের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি। এ খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।

নিরবে চলছে শান্তর খাদ্য সহায়তা কার্যক্রম

ত্রান সহায়তা সামগ্রী বন্টন কার্যক্রমে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগট আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু, জেলা যুবলীগ আহবায়ক এড. আজহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ, মহানগর স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক মোঃ মোফাখখার হোসেন খোকন, জেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পান্না, মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, মহানগর শ্রমিকলীগ যুগ্ম আহবায় গৌতম এষ, যুগ্ম আহবায়ক মোঃ শামসুল আলম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সব্যসাচী, জেলা যুবলীগ সদস্য আসাদুজ্জামান রুমেল, পিন্টু সরকার, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম রাসেল, সিরতা ইউনিয়ন চেয়ারম্যান আবু সাঈদ, ঘাগড়া চেয়ারম্যান শাহজাহান সরকার সাজু, বোররচর চেয়ারম্যান শওকত হোসেন বুদু প্রমুখ।

দেখা হয়েছে: 1195
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪