|

নিরাপদ বাসযোগ্য নগরী গড়তে কোতোয়ালী পুলিশের রাত্রীকালিন অভিযানে স্বস্থি

প্রকাশিতঃ ৭:৫৪ অপরাহ্ন | অক্টোবর ০২, ২০২১

নিরাপদ বাসযোগ্য নগরী গড়তে কোতোয়ালী পুলিশের রাত্রীকালিন অভিযানে স্বস্থি

এম এ আজিজ, ময়মনসিংহঃ নিরাপদ, বাসযোগ্য ও শান্তিপ্রিয় নগরী গড়তে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ধ্যা হলেই চলে এই অভিযান। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চিহ্নিত চোর, ঠেকবাজরোধে প্রায় প্রতিরাতেই চলে এই অভিযান।

পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশনা ও পরিকল্পনায় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এই অভিযান চলছে। বেশ কিছু অপরাধী ইতিমধ্যে গ্রেফতার হওয়ায় নগরবাসী অনেকটা সস্থিবোধ করছে।

নগরবাসীর মতে, গত কিছুদিন ধরে হঠাৎ করেই বিভাগীয় নগরী ময়মনসিংহে চুরি, ছিনতাই, ঠেকবাজি, মাদক ব্যবসায়ীদের দাপট বৃদ্ধি, বিভিন্ন ছাত্রাবাসে বহিরাগত ছাত্রদের উপর স্থানীয় বখাটেদের অত্যাচার চলছিল। এ ধরনের খবর পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নজরে আসে।

পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি মডেল থানার নবাগত ওসি শাহ কামাল আকন্দ অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর মনোভাব পোষণ করে নগরীতে অভিযান শুরু করেন। প্রায় প্রতিরাতেই অভিযান। ওসি শাহ কামাল আকন্দ নিজেই পুলিশের শক্তিশালী টিম নিয়ে অপরাধ প্রবন এলাকায় হানা দিচ্ছে। যা কোতোয়ালী পুলিশের রোটিন মাফিক কাজ হয়ে পড়েছে।

নগরীর কৃষ্টপুর, বাঘমারা, ডিবি রোড, ব্রাহ্মপল্লী, বলাশপুর, চরপাড়া, নয়াপাড়া, রামকৃষ্ণ মিশন, আকুয়া, সানকিপাড়া, জামতলা, গোহাইলকান্দি, কলেজ রোড, সেনবাড়িসহ নগরীর অলিগলি চষে বেড়াচ্ছে। প্রতিদিন চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী, ঠেকবাজদের অনেকেই ধরা পড়ছে আইন শৃংখলা বাহিনীর হাতে। নিয়মিত অভিযানে অপরাধীদের মাঝে আতংক দেখা দিয়েছে। অনেক মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী এলাকা ছেড়ে পালিয়েছে বলেও খবর রয়েছে। এর পরও কোতোয়ালি পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

কোতোয়ালি পুলিশের এই রাত্রীকালীন বিশেষ অভিযানে নগরীতে ব্যাপক সারা জাগিয়েছে। সাধারণ মানুষের মাঝে সস্থি ফিরে আসছে। রাত্রীকালীন পুলিশের বিশেষ অভিযানে বাসযোগ্য নিরাপদ নগরী উপহার দেয়ার আভাস লক্ষ করা যাচ্ছে বলে নগরময় আলোচনা চলছে। অভিজ্ঞরা এই অভিযান চলমান রাখার দাবি তুলেছেন।

এদিকে কলেজ রোড এলাকার বেশ কিছু ছাত্রমেসে শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটে, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের অত্যাচার নির্যাতনের খবরে কোতোয়ালী মডেল থানার নবাগত ওসি শাহ কামাল আকন্দের কৌশলী অবস্থানে মেসে থাকা শিক্ষার্থীরা নিরাপত্তাবোধ করছে। মেসে থাকা শিক্ষার্থীদেরও আশ্বস্থ করে ওসি বলেন, অপরাধীরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবেনা।

দেখা হয়েছে: 157
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪