|

পটুয়াখালী নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনা

প্রকাশিতঃ ৮:৫২ অপরাহ্ন | মার্চ ২৫, ২০১৯

পটুয়াখালী নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষনা

পটুয়াখালী প্রতিনিধিঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৩১ মার্চ অনুষ্ঠিতব্য পটুয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মৃধা) এর কাপ-পিরিচ মার্কার পক্ষে নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হয়।

২৫মার্চ সোমবার বেলা ১১টায় পুলিশ সুপার মার্কেটস্থ মল্লিকা রেস্তোরা সেন্ট্রারে জনাকীর্ন এক সাংবাদিক সম্মেলনে পটুয়াখালী সদর উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতা ও স্বচ্ছতার মডেল হিসাবে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক প্রত্যেক গ্রামকে শহরে রূপান্তরিত ও ডিজিটাইজেশন করার প্রতিশ্রুতিসহ ১১দফা সম্বলিত নির্বাচনী ইশতেহার পাঠ করেন বিদ্রোহী স্বতন্ত্র কাপ-পিরিচ মার্কার প্রার্থী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মৃধা)।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর আব্দুস সালাম, গোলাম কিবরিয়া মৃধা, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ মৃধা, সাধারন সম্পাদক গোলাম আহাদ দুলু মৃধাসহ বিপুল সংখ্যক সর্মথক নেতা-কর্মী। আবুল কালাম আজাদ (কালাম মৃধা) নির্বাচনী ইশতেহার ঘোষনা অনুষ্ঠানে সাংবাদিকসহ সকলের সহযোগিতা চেয়েছেন।



প্রকাশ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ারকে সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নৌকা মার্কার মনোনয়ন দেয়।

তৃণমূলের প্রার্থী নির্বাচনে এড. গোলাম সরোয়ার তৃতীয় হন এবং বিদ্রোহী স্বতন্ত্র র্প্রাথী সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ (কালাম মৃধা) দ্বিতীয় প্রার্থী নির্বাচিত হয়েছিলেন।

তৃণমূল ভোটে বর্তমান উপজেলা চেয়ারম্যান এড. তারিকুজ্জামান মনি এক নম্বর প্রার্থী নির্বাচিত হলেও সে বর্তমান জাতীয় সংসদের এমপি এড. মোঃ শাহজাহান মিয়ার ছেলে বলে তাকে দলীয় প্রার্থী না করে তৃতীয় নির্বাচিত এড. গোলাম সরোয়ারকে দলীয় মনোনয়ন দেন।

নির্বাচনে আবুল কালাম আজাদ (কালাম মৃধা) স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দীতা করছেন। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ (কালাম মৃধা) এমপি মোঃ শাহজাহান মিয়ার ভাতিজা।

দেখা হয়েছে: 530
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরও পড়ুন
অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪