|

গৌরীপুরে আবুল কালাম আজাদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ ৯:৫২ অপরাহ্ন | অক্টোবর ১৬, ২০২০

গৌরীপুরে আবুল কালাম আজাদের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার)সন্ধা ৬টায় মত বিনিময় করেন। পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে দলিয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংঘঠনের নেতা কর্মিরা তার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে রাজনীতি করি মানুষের কল্যাণে। অনেক জুলুম নির্যাতন সহ্য করে জীবন বাজি রেখে দলের কাজ করেছি।

আওয়ামী লীগ একটি বৃহ ও ক্ষমতাসীন দল এই দলে নির্বাচনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকবেন এটাই স্বাভাবিক। নির্বাচনে প্রার্থীরা যারা মাঠে কাজ করছেন তারা আমাদেরই লোক। মুক্তিযুদ্ধের সূতিকাগার গৌরীপুর পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চাইবো। আশা করি আপনাদের সমর্থন থাকলে দল আমাকে মূল্যায়ন করবে।

মতবিনিময় সভায় পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ রউফ মোস্তাকিমের সঞ্চালনা অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, বাবু সত্যেন দাস,সাধারণ সম্পাদক বিধু ভুষন দাস,যুগ্ন সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফ, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহম্মদ খান পাঠান সেলভী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, সাবেক উপজেলা মহিলা অাওয়ামী লীগের সভানেত্রী নাসিমা পারভীন পাপড়ি, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আঃ কাদির, উপজেলা ন্যাপের সভাপতি মোঃ অলিউল্লাহ প্রমূখ।

এ ছাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলা আওয়ামী লীগের সক্রিয় নেতা মেয়র প্রার্থী হিসাবে আবুল কালাম আজাদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিতে জোর দাবি জানান।

দেখা হয়েছে: 388
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪