|

নিহত রিকশা চালকের পরিবারের পাশে দাড়ালেন ময়মনসিংহের এসপি

প্রকাশিতঃ ১:০৯ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ০২, ২০২১

এম এ আজিজ, ময়মনসিংহঃ রিকশা চালাতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে মারা যাওয়া মোকছেদের পরিবারকে নগদ সহায়তা দিয়ে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন। বুধবার পুলিশ সুপারের পক্ষে ঐ আর্থিক সহায়তা প্রদান করেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ।

সংসারের ঘানি টানতে গিয়ে প্রায় ৩০ কিলোমিটার দুর থেকে এসে ময়মনসিংহ বিভাগীয় নগরীতে রিকশা চালান প্রতিদিন মোঃ মোকছেদ। বয়স ৪০ বছর। সে ময়মনসিংহ সদরের অষ্টধার কাউনিয়া আব্বাস ডাক্তারের মোড় এলাকার মৃত মোফাজ্জলের ছেলে। সংসারের ঘানি টানতে টানতে মোকছেদ হাপিয়ে গেলেও অভাবের কারণে তার শারীরিক সমস্যা সম্পর্কে কাউকে কোনদিন কিছু বুঝতে দেয়নি। কখন যে তার শরীরে বড় ধরনের কোন রোগ বাসা বেধেছে তার খবর নেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি।

এ অবস্থায় ৩১ আগষ্ট মঙ্গলবার রিকশা চালক মোকছেদ আলী সংসারের সবাইকে নিয়ে বেচে থাকার তাগিদে প্রতিদিনের ন্যায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে ময়মনসিংহ নগরীতে আসেন। টাকার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা, একজনকে নামিয়ে আরেকজনকে নিয়ে রিকশা চালিয়ে যাচ্ছেন মোকছেদ। এভাবে ময়মনসিংহ নগরূর গাঙ্গিনাপাড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে মোকছেদ আলী।

স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। জরুরী বিভাগ কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে । এ খবর মুহূর্তে পৌঁছে যায় মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামানের কানে। অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। আর এই আর্থিক সহায়তা তার পরিবারের কাছে বুধবার হস্তান্তর করেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।

ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি সব সময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করে আসছে।

দেখা হয়েছে: 204
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪