|

নীলফামারীর-৪টি আসনে ৪৫জনের মধ্যে ১৯জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিতঃ ৭:০৬ অপরাহ্ন | ডিসেম্বর ০৩, ২০১৮

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার চারটি আসনে ১৯জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে নীলফামারী-১ আসনে ৪জন। নীলফামারী-২ আসনে ১জন। নীলফামারী-৩ আসনে ৬জন ও নীলফামারী-৪ আসনে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন নীলফামারী-১ আসনে বিএনপির আহমেদ বাকের বিল্লাহ মুন, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হোসেন সরকার, আব্দুস সাত্তার, মখদুম আজম মাশরাফী। নীলফামারী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী এজানুর রহমান।নীলফামারী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী বাদশা আলমগীর, গোলাম আজম এলিচ, আনসার আলী মিন্টু, আব্দুল ওয়াহেদ বাহাদুর, বিএনপির ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ও গণফ্রন্টের মোজাম্মেল হক।

নীলফামারী-৪ আসনে বিএনপির আমজাদ হোসেন সরকার, স্বতন্ত্র প্রার্থী সিকান্দার আলী, আখতার হোসেন বাদল, ফরহাদ হোসেন, রশিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম মিনহাজ, আমিনুল ইসলাম সরকার ও আমেনা কোহিনুর।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন জানান, গত ২৮নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চারটি আসনে ৪৫জন মনোনয়ন পত্র দাখিল করেন।যাচাই বাছাই শেষে ১৯জনের প্রার্থীতা বাতিল হওয়ায় বর্তমানে ২৬জন প্রার্থী রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, বাতিল হওয়া প্রার্থীগণ নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন সেখানেও প্রার্থীতা বাতিল হলে উচ্চ আদালতের স্মরণাপন্ন হতে হবে তাদের।

দেখা হয়েছে: 465
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪