|

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ধানের শীষ ও নৌকার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

প্রকাশিতঃ ৯:১৪ অপরাহ্ন | জানুয়ারী ২৬, ২০২১

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে ধানের শীষ ও নৌকার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

সারোয়ার হোসেন, রাজশাহীঃ রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভায় স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী সাইদুর রহমানের বিরুদ্ধে নৌকার প্রার্থী আমির হোসেন আমিনের পোষ্টার ছেড়া, হুমকি ধামকি, বহিরাগত গুণ্ডা বাহিনী দিয়ে প্রচার মাইকিং করা ব্যক্তি, মহিলা কর্মীদের ও প্রার্থীকে অকাথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও বিএনপির প্রার্থী ফিরোজের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়ারও অভিযোগ উঠেছে।

গত সোমবার দিবাগত রাতে পৌরসভার ৩নং ওয়ার্ড চুনিয়া পাড়া মোড়ে বিএনপির প্রার্থী ফিরোজের নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।

এমনকি মুণ্ডুমালা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জগ প্রতীকের সমর্থিত বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা হতে বহিরাগত ব্যক্তিদের নিয়ে পৌর এলাকার পাড়া মহল্লায় নৌকা প্রতীকের ভোটার ও নেতাকর্মীদের গালি গালাজ, অশালীন বক্তব্য, হুমকি ধামকি দিয়ে পরিষ্কার ভাবে বলছেন গত পৌরসভা নির্বাচনে যে ভাবে ফলাফল আমাদের করে নিয়েছি ঠিক একই কায়দায় ৩০ জানুয়ারির মুণ্ডুমালা পৌরসভা ভোটে জগ প্রতীকের পক্ষে রায় ছিনিয়ে নিয়ে যারা নৌকা প্রতীকের জন্য ভোট করেছে তাদেরকে শায়েস্তা করা হবে বলেও স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের পক্ষ থেকে হুমকি ধামকি দেয়া হচ্ছে।

এবিষয়ে বিএনপির প্রার্থী ফিরোজ কবির জানান, এটা নৌকার প্রার্থী আমির হোসেন আমিনের সাথে বিএনপির নেতাকর্মী সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি করতে করা হয়েছে। বিষয়টি নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

দেখা হয়েছে: 322
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪