|

নড়াইলে দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির মতবিনিময়!

প্রকাশিতঃ ৮:৩১ অপরাহ্ন | অক্টোবর ০৩, ২০১৮

নড়াইলে দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির মতবিনিময়!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■

দুর্গোৎসব উপলক্ষে নড়াইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বুধবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল পুলিশ লাইন্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা পূজা উদ্যাপন পর্যদের সভাপতি অশোক কুমার কুন্ড, সাধারণ সম্পাদক কমল আখি বিশ্বাস, শিক্ষাবিদ বিজন কুমার সাহা, নড়াইলে ৫৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে কেউ যাতে কোন ধরনের গুজব ছড়ানোসহ কোন ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে না পারে সেই লক্ষ্যে।

দুর্গাপূজার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত সভা অনুষ্ঠিত, আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, বুধবার (৩অক্টোবর) সকাল ১০ টায় পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসাবে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আনসার অ্যাডজুটেন্ট আব্দুল্লা-আল-মামুন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, (পিপিএম), সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি) ইশতিয়াক আহম্মেদ, ডি আইও (১) এস,এম ইকবাল আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমান।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ খান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, সাংগঠনিক সম্পাদক আকতার মোল্যা (বাগডাঙ্গা), জানা যায়, এ বছর নড়াইলে ৫৬৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদরে ২৫৫, লোহাগড়ায় ১৬১ এবং কালিয়া উপজেলায় ১৪৭টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

নড়াইলে সুষ্ঠু-সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলাসহ সব ধরণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তারসহ নড়াইল জেলার পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং নড়াইল জেলা পূজা কমিটির সদস্যবৃন্দসহ, অনেক সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগের দশ জেলায় এবছর চার হাজার ৯৪৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে খুলনায় সর্বাধিক নয়শত ৭২টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া এবং নড়াইলে ৬ শত ২৫টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে যশোরে ৬ শত জানা যায়। এর মধ্যে সদরে ২৫৫, লোহাগড়ায় ১৬১ এবং কালিয়া উপজেলায় ১৪৭টি মন্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

নড়াইলে সুষ্ঠু-সুন্দর ভাবে শারদীয় দুর্গোৎসব আয়োজনের লক্ষ্যে আইন-শৃঙ্খলাসহ সব ধরণের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম। ৬৮টি, মাগুরায় ৬ শত ৬০টি বাগেরহাটে ছয়শত ২২টি, সাতক্ষীরায় পাঁচশত ৭৫টি, ঝিনাইদহে চারশত ৪৬টি, কুষ্টিয়ায় দুইশত ৩৭টি, চুয়াডাঙ্গায় একশত পাঁচটি এবং মেহেরপুরে ৩৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

২০১৭ সালে খুলনা বিভাগে চার হাজার সাতশত ৫৪টি পূজা অনুষ্ঠিত হয়ে ছিল। অর্থাৎ এবছর একশ ৯৪টি বেশি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, শান্তিপূর্ণভাবে ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের লক্ষে চলমান আইন-শৃঙ্খলনা পরিস্থিতি নিয়ে বুধবার (৩অক্টোবর) সকালে পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত হয় কমিটির সভায় এই তথ্য জানানো হয়।

কোর কমিটির সভায় পূজাম-পে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, স্বেচ্ছাসেবক নিয়োগ, সার্বক্ষণিক বিদ্যুৎ, পানি সরবরাহ ও চিকিৎসা সেবাপ্রদান, নিয়ন্ত্রণকক্ষ খোলা, প্রয়োজনে সিসি টিভি স্থাপন, উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহার না করাসহ প্রতিমা বিসর্জনের সময় নির্ধারণ (রাত আটটার মধ্যে) ও অন্যান্য বিষয় আলোচিত হয়।

দেখা হয়েছে: 517
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪