|

নড়াইল শহরে ডিবি’র মটর সাইকেল টহল

প্রকাশিতঃ ৪:৩৫ অপরাহ্ন | নভেম্বর ১৩, ২০১৮

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)’র নেতৃতে নড়াইল ডিবি পুলিশের আইন শৃক্ষলা রক্ষায় ব্যাপক মটর সাইকেল টহল। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, (১৩ নভেম্বর) সকালে থেকে ঘণ্টাব্যাপী এ টহল অনুষ্ঠিত হয়।

ডিবি পুলিশের পুলিশের (ডিবি) পক্ষ থেকে ওসি আশিকুর রহমান শহরের মহিষখোলা, পুরাতন বাস টার্মিনাল, হাসপাতাল চত্বর, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব চত্বর, রূপগঞ্জ, হাতিরবাগানসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বজায় রাখতে ডিবি পুলিশের পক্ষ থেকে এ ধরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ৮ নভেম্বর সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ শরফুদ্দীন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) জালাল উদ্দিন, নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম, লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস, কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আশিকুর রহমান, পুলিশ কর্মকর্তা শেখ শমসের আলী, মনিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।

দেখা হয়েছে: 517
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪