|

পঞ্চগড়ের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা! মিডিয়ার উপর এটিও‘র ক্ষোভ

প্রকাশিতঃ ১২:০৭ পূর্বাহ্ন | সেপ্টেম্বর ৩০, ২০১৮

পঞ্চগড়ের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বেহাল দশা! মিডিয়ার উপর এটিও‘র ক্ষোভ

বোদা, পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলছে নানা অনিয়ম। শিক্ষার্থী থাকলে শিক্ষক নেই,শিক্ষক থাকলে শিক্ষার্থী নেই। নেই নিয়য়ের কোন বালাই। শিক্ষকদের অনেকেই তাদের খেয়াল খুশি মত বিদ্যালয়ে আসা যাওয়া করেন। জাতীয় পতাকা নির্ধারিত সময়ে উত্তোলন করেন না তারা। হয়না এসেম্বেলি।

সরকারী নীতিমালা অনুযায়ী সকাল ৯টা হলে বিকাল৪টা ১৫মিনিট পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি ব্যধ্যতামুলুক।

আটোয়ারী উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায়,৯টা ৪০মিনিটেও শিক্ষিকা আমাতুন ও জাহিদা সুলতানা তখনো বিদ্যালয়ে উপস্থিত ছিলেননা। এব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম আইনুল বিষয়টি টিও এটিওদের জানাবার পরামর্শ দেন।

অপর দিকে চুচুলী সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায়,নুরে আলম ছিদ্দিক নামের শিক্ষক ৮দিনেও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। হাজিরা খাতার ছবি ক্যামেরা বন্দি করা হয়। অন্য দিকে বৃহস্পতিবার দোহসোহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় সকাল ৯টা ৩০ মিনিটে পিওন ছাড়া শিক্ষকদের কাউকে উপস্থিত পাওয়া যায়নি। অথচ ২০১৭ সালে ওই উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সনদ সেলিম রেজার নামে। দোহসোহ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষকদের যথা সময়ে উপস্থিতি দেখা গেছে।

দোহসোহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,আজকে একটু দেরি হয়ে গেছে। বিদ্যালয়ের উপস্থিতির এই রকম অবস্থায় কিভাবে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন প্রশ্ন করলে তিনি কোন উত্তর দিতে পারেননি। অভিযোগ রয়েছে শিক্ষা কর্মকর্তাদের ম্যানেজ করেই তিনি এই সনদ অর্জন করেছিলেন।

সরজমিন থেকে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের তদারকির দায়িত্বে থাকা সহকারি উপজেলা শিক্ষা অফিসার যতিষ চন্দ্র বর্মনকে মুঠোফোনে জানানো হলেও তিনি গত এক সপ্তাহে কোন ব্যবস্থা গ্রহন করেন নি বরং সাংবাদিকের কি করার আছে তারা করুক বলে মন্তব্য করেন তিনি। আমি কোন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবোনা। শিক্ষকদের বেতন ভাতাদী যখন কমছিল তখনই তাদের দায়িত্ববোধ বেশি ছিল।বর্তমানে সুযোগ সুবিধা বেশি অতছ দায়িত্ব বোধ কমে গেছে।

এটিও যতিষ চন্দ্র বর্মন ২৭ অক্টোবর রাতে কতিপয় শিক্ষক নেতাকে মোবাইলে ক্ষুদে বার্তার মাধ্যমে মিডিয়াকর্মীদের রুখে দেবার নিদের্শ দেন। চুচুলী সরকারপাড়া প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব হোসেন জানান,সংশ্লিষ্ট শিক্ষক বিদ্যালয়ে আটদিন অনুপস্থিত থাকলেও আমাকে কোন ছুটির আবেদন জমা দেননি। তদারকির অভাবেই জেলার প্রাথমিক শিক্ষার মান দিন দিন নিম্নগামী হচ্ছে বলে মনে করেন অভিজ্ঞমহল।

মোঃ তোফাজ্জল হোসেন
বোদা,পঞ্চগড়।
০১৭১৭২৮৯৯৯০

দেখা হয়েছে: 1469
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪