|

পাঁচটি নমুনা নিয়ে রাজশাহীতে শুরু হলো করোনা পরীক্ষার ল্যাব টেস্ট

প্রকাশিতঃ ৭:৫১ অপরাহ্ন | এপ্রিল ০১, ২০২০

নাজিম হাসান,রাজশাহী থেকে:
করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে স্থাপিত ল্যাব চালু করা হয়েছে। বুধবার (০১ এপ্রিল) ১১টার দিকে (রামেক) হাসপাতালে স্থাপিত ল্যাবে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, প্রথমদিনে ৫ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে নেয়া হয়েছে। এরমধ্যে চারটি নমুনা এসেছে বগুড়া থেকে। আর একটি রাজশাহীর। মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা শনাক্তে গত বৃহস্পতিবার রাজশাহীতে পিসিআর মেশিন আসে। এরপর রামেকের ভাইরোলজি বিভাগের পাঁচটি কক্ষে ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। ল্যাব প্রস্তুতের পর মঙ্গলবার পিসিআর স্থাপন কর হয়। এবং বুধবার থেকে শুরু হয়েছে নমুনা পরীক্ষা।তিনি বলেন, করোনা ভাইরাস পরীক্ষায় ল্যাব স্থাপন হয়েছে। আক্রান্ত রোগিদের চিকিৎসা দিতেও প্রস্তুত এ হাসপাতাল। ডা. সাইফুল ফেরদৌস বলেন, চার হাজার ৪০০ পিপিই (পর্সোনার প্রটেকশন ইকুইপমেন্ট), দুই হাজার ২৭৫ গগোজ (নিরাপত্তা চশমা), ২০ হাজার মাস্ক, ২৫ হাজার ক্যাপ ও ২৫ হাজার গ্লাবস হাসপাতালে মজুদ রয়েছে। প্রয়োজন হলে আরও আনা হবে। প্রতিটি ওয়ার্ডে নার্স ও চিকিৎসকদের জন্য প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা পোশাক দেয়া হচ্ছে।এছাড়া করোনাভাইরাস সংক্রমিত রোগের জন্য রামেক হাসপাতালে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটি কারও নমুনা পরীক্ষার সুপারিশ করলেই কেবল তার নমুনা পরীক্ষা করা হবে।

দেখা হয়েছে: 267
সর্বাধিক পঠিত
ফেইসবুকে আমরা

অত্র পত্রিকায় প্রকাশিত কোন সংবাদ কোন ব্যক্তি বা কোন প্রতিষ্ঠানের মানহানিকর হলে কর্তৃপক্ষ দায়ী নহে। সকল লেখার স্বত্ব ও দায় লেখকের।

প্রকাশকঃ মোঃ উবায়দুল্লাহ
সম্পাদকঃ আরিফ আহম্মেদ
সহকারী সম্পাদকঃ সৈয়দ তরিকুল্লাহ আশরাফী
নির্বাহী সম্পাদকঃ মোঃ সবুজ মিয়া
মোবাইলঃ ০১৯৭১-৭৬৪৪৯৭
বার্তা বিভাগ মোবাইলঃ ০১৭১৫-৭২৭২৮৮
ই-মেইলঃ [email protected]
অফিসঃ ১২/২ পশ্চিম রাজারবাগ, বাসাবো, সবুজবাগ, ঢাকা ১২১৪